গুগল এডসেন্স এড লিমিট (Ads limited AdSense) সমস্যা সমাধানের উপায় জানুন

গুগল এডসেন্স এড লিমিট (Ads limited AdSense) সমস্যা নিয়ে যারা বিপদে আছেন তাদের সমস্যা সমাধানের জন্য আমি এই পোস্ট লিখতে বসেছি। এই পোস্টে আমি গুগল এডসেন্স এড লিমিট (Ads limited AdSense) কেন হয় ও সমস্যা সমাধান কিভাবে করা যায় সেই সম্পর্কে বিস্তারিত লেখার চেষ্টা করেছি।
সকল ব্লগার বন্ধুদের জানাই শুভেচ্ছা ও সালাম : আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভালো আছেন। ব্লগ সাইটে নতুনদের গুগল এ্যাডসেন্স এপ্রুভ হওয়ার কয়েক দিন পরে একটা মেইল আসে যে আপনার গুগল এ্যাডসেন্স এ্যাড লিমিট (Ad limit) করে দেওয়া হয়েছে।
আজকের এই পোস্টের মাধ্যমে গুগল এ্যাডসেন্স এ্যাড লিমিট (Ad limit) হওয়ার কারণ এবং এ্যাড লিমিট সমস্যা সমাধানের উপায় সম্পর্কে লেখার চেষ্টা করবো। শুরুতেই বলতে চাই আজকের এই পোস্টটি আমার বাস্তব অভিজ্ঞতা লেখা হয়েছে।

গুগল এডসেন্স এড লিমিট (Ads limited AdSense) কেন হয় ? সমাধানের উপায় জেনে নিন –

এড লিমিট হওয়ার প্রধান কারণ হলো ব্লগ সাইটে অর্গানিক ভিজিটর কম আসা। আমরা তো ব্লগ সাইট তৈরি করার পরপরই গুগল এ্যাডসেন্স এপ্রুভ করানোর জন্য ব্যস্ত হয়ে পরি। অনেকেই আবার গুগল এ্যাডসেন্সের জন্য আবেদন করি ডোমেইন এর বয়স এক মাস হওয়ার আগেই। নতুনরা বুঝতে চায়না যে ভিজিটর ছাড়া ব্লগে গুগল এ্যাডসেন্স এপ্রুভ করিয়ে কি করবে। ধরে নিলাম আপনি গুগল এ্যাডসেন্সের জন্য আবেদন করলেন কয়েক দিন পরে গুগল এ্যাডসেন্স এপ্রুভ করে দিল। প্রতিদিন আপনার ব্লগে ১০ থেকে ২০ ভিজিটর আসে। এরকম ভিউস এলে কত বছরে ১০০ ডলার হবে আমার জানা নেই।
অনেকেই ভিজিটর ও ইনকাম বাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়ায় বেশি শেয়ার করা শুরু করে। আর এই বিষয়টা বুঝতে পেরে গুগল আপনার এ্যাডসেন্স একাউন্টে এড লিমিট করে দেয়। এজন্য ব্লগের অর্গানিক ভিজিটর বাড়ার আগে গুগল এ্যাডসেন্সেের জন্য আবেদন করবেন না।

আপনার ব্লগ সাইটে যে কাজগুলো করলে কখনো গুগল এ্যাডসেন্স এড লিমিট হবে না, যেমন :

• আপনার ব্লগ সাইট গুগল এনালাইট্রিক এ কানেক্ট করুন
• নিয়মিত চেক করুন আপনার ব্লগ সাইটের টাফিক সোর্স
• গুগল এ্যাডসেন্সে এপ্রুভ হওয়ার পরে নিয়মিত চেক করুন আপনার ব্লগ সাইটের অর্গানিক টাফিক
• আপনার ব্লগ সাইটের অর্গানিক ভিজিটর যেন ৫০% এর কমে না আসে অর্থাৎ আপনার ব্লগ সাইটে অর্গানিক ভিজিটর ৫০% আসতে হবে, আর সোশ্যাল মিডিয়ায় থেকে ৫০% আনতে পারবেন।
• আপনার গুগল এনালাইট্রিক এ অর্গানিক ভিজিটর ৫০% এর কম দেখালে আপনার ব্লগে নতুন যে পোস্টগুলো করবেন সেগুলো কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না।
আপনার ব্লগ সাইটে ভিজিটর কম এলে ইনকাম কম হবে কিন্তু এ্যাডসেন্সে এড লিমিট হবে। তাই বেশি ইনকামের আশা বাদ দিন নিয়ম মেনে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
গুগল এ্যাডসেন্সে এড লিমিট প্রথম অবস্থায় ৩০ দিন থাকে। এই সময়ের মধ্যে আপনি যদি আপনার ব্লগ এবং ব্লগ পোস্ট (SEO) করে কিছু অর্গানিক ভিউস আনতে পারেন তাহলে ৩০ দিন পরে আপনার গুগল এ্যাডসেন্স একাউন্ট থেকে এড লিমিট তুলে নেওয়া হয়।
কিছু কথা : আপনি ব্লগিং শুরু করার পরপরই যদি টাকার আয় করার চিন্তা করেন তাহলে কখনও সফল হতে পারবেন না তাই নিয়ম মেনে কাজ করুন আশা করি একদিন সফল হবেন।

এগুলো পড়তে পারেন –

ব্লগিং কি | ব্লগিং এর জনক কে | ব্লগিং কেন করবো | ব্লগিং থেকে আয়
নতুনদের ব্লগিং এ সফল হওয়ার টিপস এন্ড ট্রিক্স
বাংলা ব্লগে গুগল এডসেন্স পাওয়ার উপায়
সকল বাংলা টেক ব্লগ সাইট (All Bangla Tech Blog Site) এর তালিকা দেখে নিন
All Popular bd blog site list | সকল জনপ্রিয় বাংলা ব্লগ সাইট তালিকা
বাংলা ব্লগে Google AdSense এপ্রুব পেতে যেসকল শর্ত পূরণ করতে হবে – জেনে নিন
Google AdSense পাওয়া বাংলা ব্লগ সাইটগুলি – All Bangla Blog sites
এই পোস্ট সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থাকলে কমেন্টে লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়াও আপনাদের যেকোনো প্রয়োজনে আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন।
পোস্ট শেয়ার করতে ভুলবেন না ….

3 thoughts on “গুগল এডসেন্স এড লিমিট (Ads limited AdSense) সমস্যা সমাধানের উপায় জানুন”

  1. ধন্যবাদ ভাই। পোস্ট টি পড়ে ভাল লাগল। আমি নতুন ব্লগিং শুরু করেছি। আমিও হয়ত এই ভুল টা করে বসেছি। আমার সাইটের বয়স ১ মাস হয়েছে। কিন্তু আমি গুগল এড সেন্স এর অনুমোদন নিয়ে ফেলেছি। এখন বুঝতেছি না আমি ভুল করে ফেললাম কিনা। ভিজিটর ও অনেক কম। এতে কি আমার এড সেন্স একান্ট এর কোন সমস্যা হবে?

  2. ভাই আমি Hooligan Media দিয়ে আমার ওয়েবসাইট ও ইউটুব একাউন্ট মনিটাইজ করেছি। খুবই সহজ।

  3. ভাই আমার এ্যাডসেন্স লিমিট ১ মাস পার হলো কিন্ত এখনো লিমিট বন্ধ হয়নি কি করবো?

Comments are closed.