গুগল এডসেন্স Low value content এই সমস্যার সমাধান কিভাবে করবেন জানুন

গুগল এডসেন্স Low value content এই সমস্যার সমাধান কিভাবে করবেন এই বিষয়ে আজকের এই পোস্টে বিস্তারিত লেখার চেষ্টা করবো। আমি আশা করি পোস্টটি সম্পূর্ণ পড়লে আপনার কিছুটা হলেও কাজে আসবে।

গুগল এডসেন্স এর Low value content সমাধানের উপায় জেনে নিন

১. কপি পেস্ট মুক্ত কনটেন্ট আপনার ব্লগে লিখতে হবে।
২. গুগল ট্রান্সলেটর ব্যবহার করে ইংরেজি টু বাংলা এমন কন্টেন্ট ব্লগে পোস্ট করা যাবে না। কন্টেন্ট পুরো নিজের লেখা হতে হবে।
৩. নতুন অবস্থায় সর্বনিম্ন ৩০০ শব্দ, সর্বোচ্চ ১০০০ শব্দের মধ্যে কন্টেন্ট লিখতে পারলে ভালো হয়। আপনার প্রত্যেকটি কমপক্ষে ৩০০ শব্দের উপরে লেখার চেষ্টা করবেন।
৩. আপনি যে বিষয়ে লিখবেন সেই বিষয়ে যদি গুগলে প্রচুর পরিমাণ কন্টেন্ট থাকে তাইলে আপনার কন্টেন্ট তাদের চেয়ে তথ্যবহুল আর ইউনিক হতে হবে।
৪. আপনি যে কিওয়ার্ড এর উপর কন্টেন্ট লিখবেন সেটার সার্চ ভলিউম ভালো হতে হবে।
৫. লো কম্পিটিশন কিন্তু অনেক সার্চ ভলিউমের কনটেন্ট লিখতে হবে। সিপিসি কম এমন কি-ওয়ার্ড সিলেক্ট করে কনটেন্ট লিখুন ।

৬. অনেকেই অল্প কিছু কনটেন্ট পাবলিশ করে গুগল এডসেন্স আবেদন করেন এটাও Low value content আসার একটি কারণ হতে পারে।
৭. আমার ব্যক্তিগত মতামত আপনার ব্লগে ভালো ইউনিক ভিজিটর থাকলে এই সমস্যা হবে না।
৮. একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ব্লগে ইউনিক ভিজিটর না আসলে গুগল এডসেন্স পেলেও সামান্য ইনকাম হবে।
৯. সব সময় আপনার টার্গেট থাকতে হবে নতুন কোনো বিষয়ের উপর কনটেন্ট লেখার। নতুন কোনো বিষয়ে আপনি কনটেন্ট লিখলে ইউনিক ভিজিটর বেশি পাবেন।
১০. আপনি গুগলে সার্চ করে দেখবেন এমন কিওয়ার্ড সার্চ ভলিউম আছে কিন্তু পোস্ট এখনও বড় কোনো ওয়েবসাইট বা ব্লগ থেকে পাবলিশ করা হয়নি। এরকম কিওয়ার্ড পেলে আপনি দ্রুত একটি পোস্ট পাবলিশ করার চেষ্টা করুন।
আপনি উপরের সকল বিষয় লক্ষ্য করে ব্লগিং করলে গুগল এডসেন্স পাবেন, এমনকি এক সময় ব্লগ থেকে ভালো পরিমাণ টাকা আয়ও করতে পারবেন। আপনার যদি ধৈর্য থাকে তাহলে সৃষ্টিকর্তার মেহেরবানিতে আপনি একদিন সফল হবেন।

এগুলো পড়তে পারেন –

বাংলা ব্লগে গুগল এডসেন্স পাওয়ার উপায়
গুগল এডসেন্স এড লিমিট (Ads limited AdSense) সমস্যা সমাধানের উপায় জানুন
আমি আশা করি গুগল এডসেন্স এর Low value content এই সমস্যার সমাধানের কিভাবে করবেন বুঝতে পেরেছেন।
এই পোস্ট সম্পর্কে আপনাদের যেকোনো প্রশ্ন বা মতামত কমেন্টে লিখুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর আমার ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন।
পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

1 thought on “গুগল এডসেন্স Low value content এই সমস্যার সমাধান কিভাবে করবেন জানুন”

Comments are closed.