রকেট একাউন্ট খোলার নিয়ম ও রকেট একাউন্ট সম্পর্কে বিস্তারিত

রকেট একাউন্ট খোলার নিয়ম ও রকেট একাউন্ট সম্পর্কে বিস্তারিত জানাতে আমাদের এই পোস্ট। এছাড়াও এই পোস্টে রকেট সম্পর্কে সকল তথ্য শেয়ার করার চেষ্টা করেছি।

রকেট একাউন্ট খোলার নিয়ম

রকেট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানার আগে জেনে নিন রকেট কি, রকেট এর সুবিধা, রকেট এর অসুবিধা, রকেট কোড, রকেট হেল্পলাইন ও রকেট চার্জ সম্পর্কে।

রকেট কি: ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশে মোবাইল ব্যাংকিং এর পথপ্রদর্শক। এটিই প্রথম ব্যাঙ্ক যা মোবাইল ফোনের বিস্তৃত পরিসরের মাধ্যমে ব্যাঙ্কিং সুবিধা প্রদান করে। রকেট হল ব্যাঙ্ক শাখা ছাড়াই একটি ব্যাঙ্কিং প্রক্রিয়া যা ব্যাঙ্কবিহীন সম্প্রদায়গুলিকে দক্ষতার সাথে এবং সাশ্রয়ী মূল্যে আর্থিক পরিষেবা প্রদান করে৷ ক্যাশ-ইন, ক্যাশ আউট, মার্চেন্ট পেমেন্ট, ইউটিলিটি পেমেন্ট, বেতন বিতরণ, বৈদেশিক রেমিট্যান্স, সরকারি ভাতা বিতরণ, মোবাইল প্রযুক্তি ডিভাইসের মাধ্যমে এটিএম অর্থ উত্তোলন, অর্থাৎ মোবাইল ফোনের মতো ব্যাংকিং এবং আর্থিক পরিষেবাকে রকেট বলা হয়।

রকেট একাউন্ট এর সুবিধা: রকেট একাউন্ট এর সুবিধা সম্পর্কে অনেক লেখা যায় কিন্তু আমি এই পোস্টে রকেট এর মূল সুবিধা গুলি আপনাদের সাথে শেয়ার করবো।

• রকেট এর মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দ্রুত টাকা লেনদেন করা যায়।আমার কাছে সব থেকে ভালো সুবিধা যেটা মনে হয়েছে তাহলো রকেট এর অসংখ্য এজেন্ট পয়েন্ট রয়েছে গ্রামে, এজন্য মানুষের টাকা উত্তোলন করতে বা টাকা পাঠাতে কোনো সমস্যা হয় না।

• রকেট একাউন্ট থেকে *322# ডায়াল করে অথবা রকেট অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন।

• আপনার রকেট একাউন্ট থেকে সকল মোবাইল নেটওয়ার্ক অপারেটরে পিপেইড পোস্টপেইড নাম্বারে মোবাইল রিচার্জ করতে পারবেন। যেসকল মোবাইল নেটওয়ার্ক অপারেটরে রিচার্জ করতে পারবেন দেখে নিন :গ্রামীণফোন, টেলিটক, রবি, এয়ারটেল, বাংলালিংক। এই সকল মোবাইল অপারেটরে রকেট অফার জেনে রিচার্জ করলে পেতে পারেন এক্সটা সুবিধা, যেমন: ক্যাশব্যাক বোনাস, বেশি এমবি, বেশি মিনিট।
• আপনার রকেট থেকে *322# ডায়াল করে অথবা রকেট অ্যাপ থেকে মাসিক ইউটিলিটি বিল যেমন বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট এবং অন্যান্য পরিষেবাগুলির জন্য অর্থ প্রদান করতে পারবেন। এছাড়াও বাস, ট্রেন, লঞ্চ এবং এয়ার টিকিট, সিনেমার টিকিট, ভ্রমণের জন্য হোটেল বুকিং প্রভৃতি রকেট পেমেন্ট করে সংগ্রহ করতে পারবেন।
• আপনারা রকেট একাউন্ট থেকে বিভিন্ন স্টোরে পেমেন্ট করে পণ্য ক্রয় করতে পারবেন। এছাড়াও বিভিন্ন অনলাইন শপ, ই-কমাস ওয়েবসাইট থেকে রকেট পেমেন্ট করে আপনার প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন।
• আপনারা যদি রকেট এর অ্যাপ ব্যবহার করেন তাহলে রকেট আপনাকে অনেক সময় কিছু এক্সটা সুবিধা দিবে। যেমন হতে পারে রিচার্জের উপর ক্যাশব্যাক, কোনো বিল পেমেন্ট করলে ক্যাশব্যাক প্রভৃতি। আপনার যদি সুযোগ থাকে রকেট অ্যাপ ব্যবহার করার তাহলো অবশ্যই ব্যবহার করবেন আরও অনেক এক্সটা সুবিধা সুবিধা পাবেন।
আমি আশা করি রকেট একাউন্ট এর সুবিধা সম্পর্কে এই পোস্টে কিছুটা হলেও আপনাদেরকে ধারণা দিতে পেরেছি।
রকেট একাউন্ট এর অসুবিধা : কিছু মানুষ প্রযুক্তির অপব্যবহার করে সাধারণ মানুষকে রকেট এর মাধ্যমে অসুবিধায় ফেলছে। সহজ সরল মানুষের রকেট একাউন্ট থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। রকেট এর এই অসুবিধা থেকে মুক্তি পেতে আপনাদেরকে একটু সচেতন হতে হবে। রকেট একাউন্ট থেকে কিভাবে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয় এরকম অনেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে পাবেন সেই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখুন,আশা করি প্রতারণা থেকে বাঁচতে পারবেন।
এছাড়াও প্রতারণা এড়াতে রকেট কতৃপক্ষের নির্দেশনা মনে চলুন। আর বিশেষ করে রকেট এর সাথে সম্পৃক্ত এরকম লোভনীয় কোনো বিষয়ে অগ্রসর হবে না। সবসময় সর্তক থাকুন, আপনার রকেট একাউন্ট সেভ থাকবে এবং আপনার টাকাও নিরাপদে থাকবে।
রকেট কোড: আমি অনলাইনে বিভিন্ন বিষয়ে জানার জন্য অনলাইনে সার্চ করি। আমার মতো অনেকেই গুগলে সার্চ করছে রকেট কোড জানার জন্য চেষ্টা করছে। আপনার যাতে খুব সহজেই রকেট মোবাইল ব্যাকিং কোড খুঁজে পান সেজন্য এই পোস্ট রকেট কোড যুক্ত করে দিলাম। রকেট কোড : *322#
রকেট হেল্পলাইন: আপনাদের অনেকেরই রকেট হেল্পলাইন নাম্বার প্রয়োজন হবে কারণ বিকাশ একাউন্ট সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানের জন্য প্রাথমিক অবস্থায় রকেট হেল্পলাইন নাম্বারে কল করে চেষ্টা করতে হয়। আপনারা যারা রকেট হেল্পলাইন নাম্বার খুজতেছেন এই পোস্টটি আপনাদের জন্য,এই পোস্টে আমি রকেট হেল্পলাইন নাম্বার আপনাদের সাথে শেয়ার করলাম। রকেট হেল্পলাইন : 16216

রকেট একাউন্ট খোলার নিয়মঃ নতুন রকেট একাউন্ট খোলা একদম সহজ। বাংলাদেশের সকল সিম অপারেটর যেমন গ্রামীণফোন, এয়ারটেল, বাংলালিংক, রবি এবং টেলিটক গ্রাহকগণ রকেট একাউন্ট খুলতে পারবেন নিজের স্মার্ট ফোন থেকে রকেট অ্যাপ এর মাধ্যমে। আপনি রকেট অ্যাপ ডাউনলোড করে ঘরে বসে অ্যাপ থেকেই একাউন্ট খুলতে পারবেন।

এছাড়াও আপনি নিকটস্থ রকেট এজেন্ট পয়েন্ট থেকে রকেট একাউন্ট খুলতে পারবেন। এজন্য আপনার প্রয়োজন হবে একটি সচল সিম কার্ড, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং একটি ভোটার আইডি কার্ড এর ফটোকপি। এই ডকুমেন্টগুলো নিয়ে এজেন্ট এর কাছে গেলে আপনাকে একটি রকেট মোবাইল ব্যাকিং একাউন্ট খুলে দিবে।

রকেট অ্যাপে একাউন্ট খোলার নিয়ম

মোবাইলে রকেট একাউন্ট খোলার নিয়মঃ আপনার যদি রকেট অ্যাপে একাউন্ট খোলার ইচ্ছে থাকে তাহলে এই পোস্টে যুক্ত করা ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নিজের মোবাইলে রকেট মোবাইল ব্যাকিং একাউন্ট খুলে নিন।

এই পোস্টগুলো পড়তে পারেন —

রকেট ক্যাশ আউট চার্জ কত ২০২১ | Rocket Cash Out Charge কত 2021
রকেট অফার ২০২১ | Rocket offer 2021
রকেট মোবাইল রিচার্জ অফার ২০২১ | Rocket mobile recharge offer 2021
শিওর ক্যাশ ক্যাশ আউট চার্জ ২০২১ | Sure cash cash out charge 2021
বিকাশ অফার ২০২১ | বিকাশ নতুন অফার ২০২১|Bkash Offer 2021
বিকাশ রিচার্জ অফার ২০২১ | BKash New Recharge Offer 2021

আমি আশা করি রকেট কি, রকেট একাউন্ট এর সুবিধা, রকেট একাউন্ট এর অসুবিধা, রকেট এর কোড, রকেট হেল্পলাইন, রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২২ সহ এই পোস্টে আপনারা সকল বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। আপনাদের যেকোনো মূল্যবান মতামত কমেন্ট লিখতে পারেন। আর আপনাদের যেকোনো জরুরি প্রয়োজনে সরাসরি আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন।

পোস্টটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

মানুষ আমাদের খুঁজছে : রকেট একাউন্ট খোলার নিয়ম, ডাচ বাংলা মোবাইল ব্যাংক একাউন্ট খোলার নিয়ম, রকেট একাউন্ট কোড, রকেট একাউন্ট এর সুবিধা, রকেট একাউন্ট সম্পর্কে বিস্তারিত, রকেট একাউন্ট এর অসুবিধা, Rocket account khule kivabe

Spread the love

Leave a Comment