সিম রিপ্লেসমেন্ট করার নিয়ম | সিম রিপ্লেসমেন্ট করতে কি কি লাগে

সিম রিপ্লেসমেন্ট করার নিয়ম , সিম রিপ্লেসমেন্ট করতে কি কি লাগে, সিম রিপ্লেস কত টাকা এই বিষয় নিয়ে আমাদের আজকের এই পোস্ট। এই পোস্টে আমি গ্রামীনফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক সিম রিপ্লেসমেন্ট করার নিয়ম, সিম রিপ্লেসমেন্ট করতে কি কি লাগে ও সিম রিপ্লেস কত টাকা সেই সম্পর্কে বিস্তারিত লেখার চেষ্টা করেছি।

গ্রামীনফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক সিম রিপ্লেসমেন্ট করতে কি কি লাগে

বর্তমান সময়ে সিম রিপ্লেসমেন্ট খুব সহজেই করতে পারবেন।বাংলাদেশের যেকোনো অপারেটরের সিম রিপ্লেস করতে শুধুমাত্র সেই সিমের নাম্বার এবং সেই সিমের মালিকের ভোটার আইডি কার্ড সহ নিজের উপস্থিত হয়ে রিপ্লেসমেন্ট সম্পূর্ণ করতে হবে।

গ্রামীনফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক সিম রিপ্লেসমেন্ট করার নিয়ম

বাংলাদেশের যেকোনো অপারেটরের সিম রিপ্লেসমেন্ট করতে সেই সিমের নাম্বার এবং সেই সিমের মালিককে তার NID কার্ড নিয়ে নিকটস্থ কাস্টমার কেয়ার অথবা সেই সিম অপারেটর অনুমোদিত দোকানে যেতে হবে।

তারপর আপনি সেখানকার কর্মরত ব্যক্তিকে বলবেন আপনার সিমটি রিপ্লেসমেন্ট করে দিতে। সিম রিপ্লেসমেন্ট শুরুর প্রথম দিকে আপনার কাছে সেই সিমের নাম্বার চাইবে। তারপর আপনার ভোটার আইডি কার্ড চাইবে। তারপর আপনার দুই হাতের চারটি আঙুলের ছাপ দিতে বলবে। সকল তথ্য ঠিক থাকলে আপনার সিম রিপ্লেসমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে।

গ্রামীনফোন,রবি,এয়ারটেল, টেলিটক,বাংলালিংক সিম রিপ্লেস ফ্রি কত টাকা জেনে নিন

আমি এই পোস্ট লেখার দিন পর্যন্ত বাংলাদেশের সকল সিম অপারেটরের সিম রিপ্লেস ফ্রি 200 টাকা নির্ধারিত ছিলো। তবে সিম অপারেটর নিদিষ্ট দোকান থেকে রিপ্লেস করতে ২২০ – ২৫০ টাকা নেয়। আর আপনার যদি অনলাইনে শপিং করার অভিজ্ঞতা থাকে তাহলে নিজ নিজ সিম অপারেটরের ওয়েবসাইট থেকে রিপ্লেসমেন্ট করতে পারবেন।

এগুলো পড়তে পারেন:

  1. সকল সিমের প্রয়োজনীয় কোড ২০২২
  2. রবি সিমের সকল কোড ২০২২ | রবির সকল কোড
  3. এয়ারটেল সিমের সকল কোড সমূহ | এয়ারটেল সিমের সব প্রয়োজনীয় কোড
  4. গ্রামীন সিমের সকল প্রয়োজনীয় কোড ২০২২ | জিপি সিমের সকল প্রয়োজনীয় কোড
  5. বাংলালিংক সিমের সকল প্রয়োজনীয় কোড | বাংলালিংক সিমের সকল তথ্য
  6. টেলিটক সিমের সকল কোড ২০২২ | টেলিটক সিমের সব ইউএসএসডি কোড
  7. রবি সিমের সকল সার্ভিস বন্ধ করার কোড | রবি সিমের টাকা কাটা বন্ধ করার কোড
  8. রবি এমবি কোড ২০২২ | রবি এমবি কেনার কোড ২০২২
  9. রবি মিনিট অফার ২০২২ | রবি মিনিট কেনার কোড ২০২২
  10. রবি এস এম এস কেনার কোড ২০২২ | রবি এস এম এস অফার ২০২২

প্রশ্ন: সিম রিপ্লেসমেন্ট করলে কি বিকাশ, নগদ, রকেট, উপায় একাউন্ট বন্ধ হয়ে যাবে?

উত্তর: সিম রিপ্লেসমেন্ট করলে বিকাশ, নগদ, রকেট, উপায় একাউন্ট ২৪ ঘন্টার জন্য বন্ধ থাকবে। ২৪ ঘন্টা পর অটোমেটিক সচল হ​য়ে যাবে। একাউন্ট ব্যালেন্স সহ, লেনদেন সব আগের মতোই থাকবে। তারপর যদি চালু না হয় তাহলে বিকাশ, নগদ, রকেট, উপায় এর হেল্পলাইনে কল করতে হবে। বাংলাদেশের সকল মোবাইল ব্যাকিং কোড এবং হেল্পলাইন নাম্বার জানতে আমাদের এই পোস্ট পড়ুন।

আরও পড়ুন :

আমি আশা করি এই পোস্টে সকল সিম রিপ্লেসমেন্ট করার নিয়ম , সিম রিপ্লেসমেন্ট করতে কি কি লাগে, সিম রিপ্লেস ফ্রি কত টাকা এই বিষয় গুলি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

এই পোস্ট সম্পর্কে আপনাদের যেকোনো মতামত কমেন্ট লিখতে পারেন আমি জবাব দেওয়ার চেষ্টা করবো। আর আমার ফেসবুক পেজ লাইক দিয়ে আমার সাথে যুক্ত থাকুন।

পোস্টটি আপনাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

ট্যাগ সমূহ : সিম রিপ্লেসমেন্ট কত টাকা 2022, সিম তুলতে কত টাকা লাগে, জিপি সিম উঠানোর নিয়ম, সিম রিপ্লেস ফ্রি কত টাকা।

1 thought on “সিম রিপ্লেসমেন্ট করার নিয়ম | সিম রিপ্লেসমেন্ট করতে কি কি লাগে”

  1. আগের মেগাবাইট কেনা থাকলে সেটাও কি রিপ্লেসমেন্টের পর সিম এ থাকবে?

    Reply

Leave a Comment