টালি খাতা কি | টালি খাতা লেখার নিয়ম

টালিখাতা কি এবং টালি খাতা লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আমাদের আজকের এই পোস্টে জানতে পারবেন। আমি আশা করি আমাদের আজকের এই পোস্টে আপনারা প্রয়োজনীয় তথ্য পাবেন।

টালি খাতা কি

টালিখাতা অ্যাপস কি | টালিখাতা অ্যাপস এর সুবিধা | টালি খাতা app download
টালিখাতা অ্যাপস

টালি খাতা অ্যাপস হলো কাগজের টালি খাতার পরিবর্তে ব্যবসার হিসাব রাখার একটি অ্যাপ। টালিখাতা অ্যাপস ব্যবহার করার জন্য কোনো টাকা লাগবে না এটি বিনা পয়সায় ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই অ্যাপটি ইন্টারনেট ছাড়াও ব্যবহার করতে পারবেন । টালিখাতা অ্যাপের অফিশিয়াল তথ্যমতে সারাদেশে ২৫ লাখ ব্যবসায়ীরা এই অ্যাপটি ব্যবহার করছে।

আজকের এই পোস্টের মাধ্যমে টালিখাতা অ্যাপস কি, টালিখাতা অ্যাপস এর সুবিধা, টালি খাতা app download সম্পর্কে লেখার চেষ্টা করলাম।

আপনারা যদি ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে smanager অ্যাপের নাম শুনেছেন। smanager অ্যাপের মাধ্যমেও ব্যবসার হিসাব রাখা যায় তবে smanager অ্যাপ ব্যবহার করতে টাকা লাগে কিন্তু টালিখাতা অ্যাপটি সম্পূর্ণ ফ্রি ব্যবহার করতে দিচ্ছে।

টালিখাতা অ্যাপস এর সুবিধা :

টালিখাতা অ্যাপস কি | টালিখাতা অ্যাপস এর সুবিধা | টালি খাতা app download
টালিখাতা অ্যাপস
• আপনার ব্যবসার বাকির পাই-টু-পাই হিসাব চোখের সামনে এবং পোকেটে থাকবে সবসময়
• SMS এর মাধ্যমে লেনদেন বাকি আদায় সহজ ও দ্রুত হয়
• বেচা-কেনার হিসাব যোগ করলে অটোমেটিক ব্যবসার পুরা হিসাব তৈরি হয়
• আপনি চাইলে লেনদেনের রিপোর্ট মোবাইলে ডাউনলোড করে হিসাব জমা রাখতে পারবেন
• আপনার ব্যবসার বেচা-কেনা ও আয়-ব্যয়ের সাপ্তাহিক/মাসিক রিপোর্ট দেখতে পারবেন
• অটো ব্যাকআপ থাকে, লেনদেনের হিসাব হারাবার ভয় নেই
• কোনো হিসাব যোগ করা ভুল হলে সহজে সংশোধন করা যায়
• এই অ্যাপটি সম্পূর্ন বাংলা ভাষায় তৈরী, বাংলাদেশী একটি অ্যাপ

কিভাবে ফ্রি এসএমএস এলার্টের মাধ্যমে দ্রুত বাকি আদায় করবেন –

যেকোনো ব্যবসা করতে গেলে কমবেশি বাকি লেনদেন করতে হয় তাই টালিখাতা অ্যাপে হিসাব রাখলে বাকি কাস্টমারদেরকে টাকা লেনদেনের সময় ফ্রি এসএমএস পাঠাতে পারবেন। কাস্টমার তার বাকির হিসাব মোবাইলে এসএমএস এর মাধ্যমে পেয়ে যাবে।

তাই আপনার এবং কাস্টমারের মধ্য ভুল বোঝাবুঝি হবে না। এমন আপনজন আছে যাদের কাছে সরাসরি আপনি বাকি টাকা চাইতে পারেন না কিন্তু এই অ্যাপটি ব্যবহার করলে তাদের সাথে লেনদেন করলে কত টাকা পাবেন এসএমএস এর মাধ্যমে তাদেরকে জানিয়ে দিবে তাই আপনার বাকি আদায় সহজ ও দ্রুত হবে।

কিভাবে আপনার ব্যবসার সকল হিসাব টালিখাতা অ্যাপে নিরাপদ, সুরক্ষিত ও নির্ভুল থাকে জেনে নিন।

• সকল লেনদেনের হিসাব অটো করা হয়, তাই ভুল হওয়ার সম্ভব্বনা নেই বললেই চলে ।
• আপনার ডিভাইস থেকে অ্যাপটি ডিলিট হলে বা ডিভাইসটি হারিয়ে গেলে, আপনার নতুন ডিভাইসে অ্যাপটি ডাউনলোড করে আগের নাম্বার দিয়ে লগইন করলে পূর্বের সব ডাটা পাওয়া যাবে।
• আপনার ডিভাইস এবং গোপন পিন ছাড়া হিসাব অন্য কেউ দেখতে পারবে না।

কিভাবে লেনদেনের প্রোফাইলের ভিত্তিতে ব্যবসার জন্য সহজ লোন পেতে পারেন জেনে নিন –

টালিখাতা অ্যাপে আপনি নিয়মিত হিসাব রাখলে আপনার ব্যবসার একটি লেনদেনের প্রোফাইল তৈরি হয়। এই তথ্যের সাহায্যে ব্যবসা বড় করার সহজ শর্তে ভবিষ্যতে আপনার প্রয়োজনে লোন পেতে পারেন ।এছাড়াও এই অ্যাপে নিজের মোবাইল ব্যাংকিং একাউন্ট যোগ করে সহজে কাস্টমারদের কাছ থেকে ডিজিটাল পেমেন্ট গ্রহণ ও সাপ্লায়ারদের পেমেন্ট করতে পারবেন।

টালি খাতা app download

টালিখাতা অ্যাপটি বাংলাদেশের যেকোনো জায়গায় থেকে যেকোনো ব্যবসার হিসাব রাখার জন্য ব্যবহার করতে পারবেন,যেমন : মুদি দোকানের ব্যবসার হিসাব, ঔষধের দোকানের হিসাব, মোবাইল ব্যাকিং সেবার লেনদেনের হিসাব ইত্যাদি তাই দেরি না করে আপনাদের টালি খাতা বাঁচাতে আজই টালিখাতা অ্যাপ download (টালি খাতা app download) করতে পারেন –

আপনাদের যেকোনো প্রয়োজনে অথবা সমস্যা সমাধানের জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন নিচের দুটি মাধ্যমে –

• কল সেন্টার ০১৯৮০০০১৪১৮
• ইমেইল: info@tallykhata.com

এগুলো পড়তে পারেন –

sManager app কেন ব্যবহার করব? সুবিধাগুলো কি কি? আয় করা কি সম্ভব ?

sManager টপ আপ (top up) ব্যবসার সুবিধা চালু করল।বিস্তারিত জেনে নিন

(টালিখাতা কি এবং টালিখাতা কেন ব্যবহার করবেন) এই পোস্ট সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা অথবা মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন সম্ভব হলে সমাধান করার চেষ্টা করবো।এছাড়া আপনাদের যেকোনো সমস্যা সমাধানের জন্য আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আমার যতটুকু জানা আছে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি সর্বদা প্রস্তুত।

আমাদের এই পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন।