সকল সিমের প্রয়োজনীয় কোড ২০২৩ (সকল সিমের দরকারি কোড) নিয়ে আমাদের আজকের এই পোস্ট। আমি আশা করি এই পোস্টটি সম্পূর্ণ পড়লে সকল সিমের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন।
আপনারা বাংলাদেশের সকল সিমের ইউএসএসডি কোড জানার জন্য বিভিন্ন শব্দ লিখে গুগলে খুজেন, যেমন : সব সিমের কোড, সকল সিমের তথ্য, সকল সিমের দরকারি কোড, বাংলাদেশের সিম কোড ইত্যাদি। আপনি যেভাবেই খুঁজেন সকল সিমের প্রয়োজনীয় কোড ২০২৩ এই পোস্টে পাবেন।
সকল ভিউয়ার বন্ধুদের জানাই শুভেচ্ছা এবং সালাম : আসসালামু আলাইকুম । আশা করি সৃষ্টিকর্তার মেহেরবানীতে সকলে ভালো আছেন। বাংলাদেশে বর্তমানে ৫টি জনপ্রিয় সিম অপারেটর রয়েছে যেমন জিপি, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক । আমরা শখের কারণে অথবা বিভিন্ন প্রয়োজনে একাধিক অপারেটরের একাধিক সিম ক্রয় করি এবং ব্যবহারও করি।
আরও পড়ুনঃ বাংলাদেশী সংবাদপত্র – বাংলা সংবাদপত্র সমূহ – সকল পত্রিকা সমূহ
বাংলাদেশের যেকোনো অপারেটরের সিম ব্যবহার করতে গেলে বিভিন্ন কোডের প্রয়োজন হয়। তাই আজকে আমি বাংলাদেশের সকল সিমের প্রয়োজনীয় কোড ২০২৩ (সকল সিমের দরকারি কোড ) অনলাইন থেকে অনেক সময় দিয়ে সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করলাম।
একনজরে সম্পূর্ণ আর্টিকেল
সকল সিমের প্রয়োজনীয় কোড ২০২৩ – সকল সিমের দরকারি কোড ২০২৩

সকল সিমের প্রয়োজনীয় কোড ২০২৩ (সকল সিমের দরকারি কোড ২০২৩) যেমন : গ্রামীনফোন ,রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক সহ সকল সিমের তথ্য এই পোস্টে আপনাদের সাথে শেয়ার করার জন্য লিখতে বসেছি।
আরও পড়ুনঃ ছোট দুরুদ শরীফ বাংলা উচ্চারণ ও অর্থ | সবগুলো দরুদ শরীফ বাংলা উচ্চারণ
আরও পড়ুনঃ
- কিভাবে (ব্লগস্পট.কম) ব্লগারে কাস্টম ডোমেইন যুক্ত করবেন জেনে নিন
- নতুনদের ব্লগিং এ সফল হওয়ার টিপস এন্ড ট্রিক্স
- ভালো ভালো কিছু ব্লগ ও ফোরাম ওয়েবসাইটের নাম
- ব্লগিং কি | ব্লগিং এর জনক কে | কেন ব্লগিং করবেন | কিভাবে ব্লগিং শুরু করবো
- বাংলা ব্লগ থেকে আয় | বাংলা সাইট থেকে আয় কিভাবে করবেন জেনে নিন
- ইসলামিক বাংলা ব্লগ সাইট সমূহ | ইসলামিক ওয়েবসাইট সমূহ | Islamic Blog Bangla
- সেরা ১০ বাংলা ব্লগ সাইট এর তালিকা
- সকল জনপ্রিয় বাংলা ব্লগ সাইট এর তালিকা | All Popular Bangla Blog site list
- All Bangla Tech Blog Site List | সকল বাংলা টেক ব্লগ সাইট এর তালিকা
- সকল বাংলা পত্রিকা – বাংলাদেশের সকল সংবাদপত্র সমুহ
- ই পেপার কি | বাংলাদেশের সকল ই পেপার এর তালিকা দেখে নিন
- বাংলাদেশের অনলাইন পত্রিকার তালিকা | বাংলাদেশের জনপ্রিয় অনলাইন পত্রিকা
সকল সিমের ব্যালেন্স চেক করার কোড

★ গ্রামীণফোন সিমের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *566#
★ রবি সিমের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *222#
★ এয়ারটেল সিমের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *778#
★ বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *124#
★ টেলিটক সিমের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *152#
সকল সিমের নাম্বার চেক করার কোড

আমরা অনেকেই নিজের নাম্বার ভুলে যাই তাই সকল সিমের নিজের নাম্বার চেক করার কোড দেখে নিন :
★ গ্রামীণফোন সিমের নিজের নাম্বার বের করতে ডায়াল করুন : *2#
★ রবি সিমের নিজের নাম্বার বের করতে ডায়াল করুন : *2#
★ এয়ারটেল সিমের নিজের নাম্বার বের করতে ডায়াল করুন : *2#
★ বাংলালিংক সিমের নিজের নাম্বার বের করতে ডায়াল করুন : *511#
★ টেলিটক সিমের নিজের নাম্বার বের করতে ডায়াল করুন : *551#
আরও বিস্তারিত পড়ুন : সব সিমের নাম্বার দেখার কোড ২০২২ | সকল সিমের নাম্বার বের করার নিয়ম ২০২২
সকল সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড :

★ গ্রামীণফোন সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *566*10#
★ এয়ারটেল সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *8444*88#
★ রবি সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *8444*88#
★ বাংলালিংক সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *124*50#
★ টেলিটক সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য আলাদা কোড ডায়াল করার প্রয়োজন হয় না কারণ আপনার যদি ইন্টারনেট প্যাকেজ নেওয়া থাকে তাহলে *152# কোড ডায়াল করে সিমের ব্যালেন্স চেক করলে ইন্টারনেট ব্যালেন্সও একই সাথে এক মেসেজ এর মাধ্যমে আপনার সিমের মোট ব্যালেন্স এবং ইন্টারনেট ব্যালেন্স দেখতে পারবেন।
সকল সিমের মিনিট দেখার কোড
সকল সিমের মিনিট দেখতে আমাদের সকল সিমের মিনিট দেখার কোড ২০২৩ | সকল সিমের মিনিট বের করার নিয়ম এই পোস্টটি পড়ুন।
সকল সিমের এসএমএস দেখার কোড
রবি এসএমএস চেক কোড ২০২৩ | রবি এসএমএস দেখার কোড
সকল সিমের ইমার্জেন্সি ব্যালেন্স চেক করার কোড
জিপি সিমের ইমার্জেন্সি ব্যালেন্স সংক্রান্ত সকল কোড দেখে নিন:
জিপি সিমে ইমার্জেন্সি ব্যালেন্স সবোর্চ্চ ২০০ টাকা পর্যন্ত দিয়ে থাকে তবে জিপি সিম সকল গ্রাহকের জন্য সর্বনিম্ন ১১ টাকা নির্ধারণ করেছে । আপনার সিমে যত বেশি টাকা খরচ করবেন আপনার ইমার্জেন্সি ব্যালেন্স ততো বেশি টাকা দিবে। আপনার সিমে কত টাকা ইমার্জেন্সি ব্যালেন্স পাবেন জানতে জায়াল করুন : *1211010*2#
জিপি সিমে ইমার্জেন্সি ব্যালেন্স পেতে ডায়াল করুন : *121*1*3# (চার্জ ফ্রি)।
জিপি সিমের ইমার্জেন্সি ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *121*1*3# অথবা *566# কোড ডায়াল করেও দেখতে পারবেন।
রবি সিমের ইমার্জেন্সি ব্যালেন্স সংক্রান্ত সকল কোড দেখে নিন:
রবি সিম থেকে সবোর্চ্চ ১০০ টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালেন্স পাবেন তবে রবি সিম প্রত্যেক গ্রাহকের জন্য সর্বনিম্ন ১২ টাকা ইমার্জেন্সি ব্যালেন্স নির্ধারণ করছে।
আপনার রবি সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স পাবেন কিনা যাচাই করতে ডায়াল করুন : *8#
রবি সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স পেতে ডায়াল করুন : *123000#
রবি সিম থেকে ১২ টাকা অথবা তার উপরে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার ক্ষেত্রে ২ টাকা (ট্যাক্সবাদে) SMS নোটিফিকেশন চার্জ প্রযোজ্য।
রবি সিমের ইমার্জেন্সি ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *1# অথবা *222#
এয়ারটেল সিমের ইমার্জেন্সি ব্যালেন্স পাওয়ার কোড দেখে নিন:
এয়ারটেল সিম ইমার্জেন্সি ব্যালেন্স সবোর্চ্চ ১০০ টাকা পর্যন্ত দেয় তবে এয়ারটেল সিম প্রত্যেক গ্রাহকের জন্য ইমার্জেন্সি ব্যালেন্স সর্বনিম্ন ১২ টাকা নির্ধারণ করছে।
এয়ারটেল সিমে ইমার্জেন্সি ব্যালেন্স পেতে ডায়াল করুন : *141# (চার্জ প্রযোজ্য)।
এয়ারটেল সিমের ইমার্জেন্সি ব্যালেন্স চেক করার জন্য আলাদা কোডের প্রয়োজন হয় না *778# কোড ডায়াল করলে আপনার সকল ব্যালেন্স দেখতে পারবেন।
বাংলালিংক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স সংক্রান্ত সকল কোড দেখে নিন:
বাংলালিংক সিমে ইমার্জেন্সি ইন্টারনেট সার্ভিস নিতে ডায়াল করুন : *875#
বাংলালিংক সিমে ইমার্জেন্সি ইন্টারনেট সার্ভিসের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *8750#
বাংলালিংক সিমের ইমার্জেন্সি মিনিট নিতে ডায়াল করুন : *874#
বাংলালিংক সিমে ইমার্জেন্সি কত মিনিট জানতে ডায়াল করুন : *8740#
টেলিটক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স কোড দেখে নিন:
টেলিটক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স নিতে *1122# SMS করুন 1122 নাম্বারে। এছাড়াও আপনি যদি প্রয়োজনীয় এমাউন্ট নিতে চান তাহলে *1122*50# SMS করুন 1122 নাম্বারে।
টেলিটক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স চেক করতে *11220# SMS করুন 1122 নাম্বারে।
সব সিমের স্পেশাল অফার দেখার কোড :
★ গ্রামীন সিমের স্পেশাল অফার জানতে ডায়াল করুন : *999# অথবা *999*2#
★ রবি সিমের স্পেশাল অফার দেখতে ডায়াল করুন : *999#
★এয়ারটেল সিমের স্পেশাল অফার দেখতে ডায়াল করুন : *999#
★ বাংলালিংক সিমের স্পেশাল অফার দেখতে ডায়াল করুন : *888#
★ টেলিটক সিমের স্পেশাল অফার দেখার কোড এই পোস্ট লেখা পর্যন্ত সংগ্রহ করা যায়নি সংগ্রহ হলে যুক্ত করে দিবো।
সব সিমের টাকা কাটার সার্ভিস বন্ধ করার কোড
আপনাদের যদি সকল সিমের টাকা কাটা বন্ধ করার কোড প্রয়োজন হয় তাহলে আমিে একটি সেই বিষয়ে বিস্তারিত পোস্ট লিখে রেখেছি।নিচে দেওয়া পোস্টের লিংকে প্রবেশ করে জেনে নিন — সব সিমের টাকা কাটার কোড ২০২২ | All Sims Money deduction code 2022
এগুলো পড়তে পারেনঃ
• রবি সিমের সকল সার্ভিস বন্ধ করার কোড ২০২১ | রবি সিমের টাকা কাটা বন্ধ করার কোড
• রবি সিমের সকল কোড ২০২১ (Robi Sim All code 2021) – দেখে নিন
• এয়ারটেল সিমের সকল কোড সমূহ | এয়ারটেল সিমের সব প্রয়োজনীয় কোড
• গ্রামীন সিমের প্রয়োজনীয় কোড ২০২১ | GP Sims All Required Code 2021
• বাংলালিংক সিমের সকল কোড | বাংলালিংক সিমের সব প্রয়োজনীয় কোড
• টেলিটক সিমের সকল কোড ২০২১ | টেলিটক সিমের সব ইউএসএসডি কোড
• সকল বাংলা টেক ব্লগ সাইট (All Bangla Tech Blog Site) এর তালিকা দেখে নিন
• বাংলা সকল জনপ্রিয় ই-পেপার | All bangla popular e-papers
• সকল বাংলা পত্রিকা ২০২১ (All Bangla Potrika 2021) – এর তালিকা দেখে নিন
• কপিরাইট ফ্রি ফটো ভিডিও ডাউনলোড করার সেরা সাইটগুলি দেখে নিন
• সেরা ৩টি বাংলা ব্লগ সাইট (Top 3 Bangla Blog Site) এর তালিকা দেখে নিন
আজকের এই সকল সিমের প্রয়োজনীয় কোড ২০২৩ পোস্ট সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থাকলে লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো।
আপনাদের যেকোনো প্রয়োজনে আমার ফেসবুকে সরাসরি মেসেজ করতে পারেন।
সকল সিমের প্রয়োনীয় কোড ২০২৩ পোস্টটি ভালো লাগলে আপনার সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।
ফেসবুক, টুইটার, গুগল নিউজ ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন।
মানুষ আমাদের খুঁজছে: বাংলাদেশের সকল সিমের ইউএসএসডি কোড, সব সিমের প্রয়োজনীয় কোড, সকল সিমের দরকারি কোড, সকল সিমের প্রয়োজনীয় কোড ২০২৩, সকল সিমের তথ্য, বাংলাদেশের সিম কোড, বাংলাদেশের সকল সিমের দরকারি কোড।