সকল সিমের টাকা কাটা বন্ধ করার কোড

সকল সিমের টাকা কাটা বন্ধ করার কোড আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাদের এই পোস্ট। আজকের এই পোস্টে বাংলাদেশের সকল সিমের টাকা কাটা বন্ধ করার কোড আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো।

অমরা যখন সিমে টাকা রিচার্জ করি অনেক সময় দেখা যায় কিছুক্ষণ পরে কথা বলতে গেলে আর কল যায় না তখন সিমের ব্যালেন্স চেক করলে দেখা যায় ব্যালেন্স শূণ্য সিমের টাকা কেটে নিয়েছে সিম কোম্পানি। আজকের এই পোস্টে আমি সিমের টাকা কাটার কারণ এবং সমাধান সম্পর্কে লেখার চেষ্টা করেছি।

সকল সিমের টাকা কাটা বন্ধ করার কোড

★জিপি সিমের টাকা কাটার সার্ভিস বন্ধ করতে ডায়াল করুন :  *121*6*1#

★রবি সিমের টাকা কাটার সার্ভিস বন্ধ করতে ডায়াল করুন :   *9#

★এয়ারটেল সিমের টাকা কাটার সার্ভিস বন্ধ করতে ডায়াল করুন :  *9#

★বাংলালিংক সিমের টাকা কাটার সার্ভিস বন্ধ করতে ডায়াল করুন :  *121*7*1*2*1# 

★টেলিটক সিমের টাকা কাটার সার্ভিস বন্ধ করতে মেসেজ করুন :  টাইপ STOP ALL সেন্ড 335 এই নাম্বারে।

আরও পড়ুন:

আমরা অনেকেই জানিনা অথবা বুঝতে পারিনা সিমের টাকা কেনো কেটে নেয়। প্রত্যেকটি সিম অপারেটর কিছু নির্দিষ্ট কারণে আপনার সিমের টাকা কেটে নেয়, তারমধ্য কয়েকটি কারণ আপনাদের জানে রাখা দরকার, যেমন : ওয়েলকাম টিউন, মিস কল এলার্ট, স্পোর্টস সেবা প্রভৃতি।

এই সার্ভিসগুলোর মধ্যে কিছু সার্ভিস আপনি যদি চালু রাখতে চান তাহলে নিচে দেওয়া কোডগুলো আপনার জন্য নয়। আপনাকে প্রত্যেকটি সার্ভিস চালু এবং বন্ধু করার জন্য আলাদা কোড ব্যবহার করতে হবে। আর আপনি যদি সম্পূর্ণ সার্ভিস বন্ধ করতে চান তাহলে নিচে দেওয়া কোডগুলো ডায়াল করে বন্ধ করে নিন।

গ্রামীণফোন,এয়ারটেল,রবি,বাংলালিংক এবং টেলিটক সিমের টাকা কাটার সকল সার্ভিস একসাথে বন্ধ করার নিয়ম জেনে নিন:

গ্রামীনফোন বা জিপি সিমে টাকা কাটার সার্ভিস বন্ধ করার নিয়ম জেনে নিন

 
গ্রামীণফোন বিভিন্ন সময় কল অথবা এসএমএস এর মাধ্যমে নানা রকম সার্ভিস চালু করার জন্য বলে। উদাহরণ সরূপ গ্রামীণফোন অফিস থেকে আপনাকে ফোন করে বললো এই সার্ভিস চালু করতে ১ চাপুন না চাইলে ২ চাপুন আমরা ইচ্ছায় অনিচ্ছায় অনেক সময় ভুলক্রমে চালু করে ফেলি , কিছুদিন পড়ে দেখে গেলে আপনি টাকা রিচার্জ করলে কিছুক্ষণ পরে টাকা ব্যালেন্সে নেই। জিপি সিমের এই সকল টাকা কাটার সার্ভিস বন্ধ করার জন্য ডায়াল করুন — *121*6*1# । এই কোডটি ডায়াল করার পর একটি এসএমএস আসবে এবং ৭২ ঘন্টার মধ্যে আপনার সকল টাকা কাটার সার্ভিস বন্ধ হয়ে যাবে।

রবি ও এয়ারটেল সিমের সকল টাকা কাটার সার্ভিস বন্ধ করার নিয়ম জেনে নিন

রবি ও এয়ারটেল সিমের টাকা কাটার সার্ভিস একই কোড দিয়ে বন্ধ করা যায় । আপনি যদি রবি ও এয়ারটেল সিমের গ্রাহক হন তাহলে খুব সহজেই  *9# কোড ডায়াল করলে আপনার সিমের সকল টাকা কাটার সার্ভিস একসাথে বন্ধ হয়ে যাবে।

বাংলালিংক সিমের টাকা কাটার সার্ভিস বন্ধ করার নিয়ম জেনে নিন

আপনি যদি বাংলালিংক সিমের সকল টাকা কাটার সার্ভিস একসাথে বন্ধ করতে চান তাহলে ডায়াল করুন —  *121*7*1*2*1# কোড।  এই কোডটি ডায়াল করার ৭২ ঘন্টার মধ্যে আপনার সিমে চালু থাকা সকল টাকা কাটার সার্ভিস বন্ধ হয়ে যাবে।

টেলিটক সিমে সকল টাকা কাটার সার্ভিস বন্ধ করার নিয়ম জেনে নিন

আপনারা যারা টেলিটক সিম ব্যবহার করেন তাদের অনেকেই বলতে শুনি আমার টেলিটক সিমের টাকা কেটে নেয় কিন্তু কি কারণে কেটে নেয় বুঝতে পারছি না কোন এসএমএস ছাড়া টাকা কেটে নিচ্ছে কারণও জানতে পারছি না । এরকম সমস্যার সমাধান হয়ে যাবে একটি মেসেজের মাধ্যমে। টেলিটক সিমের সকল টাকা কাটার সার্ভিস একসাথে বন্ধ করতে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন STOP ALL আর পাঠিয়ে দিন 335 এই নাম্বারে।

এগুলো পড়তে পারেন

সকল সিমের প্রয়োজনীয় কোড ২০২১ – সকল সিমের দরকারি কোড – জেনে নিন

রবি সিমের সকল কোড ২০২১ (Robi Sim All code 2021) – দেখে নিন

গ্রামীন সিমের প্রয়োজনীয় কোড ২০২১ | GP Sims All Required Code 2021

বাংলালিংক সিমের সকল প্রয়োজনীয় কোড ২০২১

এয়ারটেল সিমের সকল কোড সমূহ | এয়ারটেল সিমের সব প্রয়োজনীয় কোড

টেলিটক সিমের সকল কোড ২০২১ | টেলিটক সিমের সব ইউএসএসডি কোড

সকল সিমের টাকা কাটার কোড (সকল সিমের টাকা কাটা বন্ধ করার কোড) সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে লিখতে পারেন আমি জবাব দেওয়ার চেষ্টা করবো। আর আপনাদের জরুরি প্রয়োজনে সরাসরি মেসেজ করুন আমার ফেসবুক ভিজিট করে।

আরও পড়ুনঃ

কিছু কথা : যারা এখনও ছাত্র তাদের মা বাবা অতিরিক্ত টাকা দিতে চায়। তাদের সিমের টাকা যদি কেটে নেয় তাহলে তাদের মন খারাপ হওয়াটা স্বাভাবিক। কয়েক বছর আগে আমি একটি বাটন মোবাইল কিনি কিন্তু তার আগের মোবাইল কিছুদিন আগে খারাপ হওয়ায় আমার গ্রামীন সিমটি বন্ধু ছিল। নতুন মোবাইলে আমার গ্রামীন সিমটি চালু করি এবং ৫০ টাকা সিমে রিচার্জ করি।

পরেরদিন সকালে ঘুম থেকে উঠে একজনকে ফোন করতে চাইলে গ্রামীনফোন থেকে বলে আপনার মোবাইলে যথেষ্ট পরিমাণ টাকা নাই। আমি তখন আমার সিমের ব্যালেন্স চেক করলাম এবং দেখলাম সত্যিই আমার সিমে টাকা নেই। সেদিন আমার খুব কষ্ট লেগেছিল। আমার জীবনে ঘটে যাওয়া ছোট্ট একটি ঘটনা শেয়ার করলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।

পোস্টি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ….

ট্যাগ সমূহ: রবি সিমের টাকা কাটার সকল সার্ভিস বন্ধ করার কোড ২০২৩, বাংলালিংক টাকা কাটা বন্ধ করার কোড ২০২৩, গ্রামীন সিমের সকল সার্ভিস বন্ধ করার কোড, এয়ারটেল টাকা কাটার সার্ভিস বন্ধ করার কোড, জিপি সকল সার্ভিস বন্ধ করার কোড ২০২৩, জিপি অল সার্ভিস অফ, টেলিটক সার্ভিস কোড, রবি ভ্যালু অ্যাডেড সার্ভিস, সকল সিমের টাকা কাটা বন্ধ করার কোড।

4 thoughts on “সকল সিমের টাকা কাটা বন্ধ করার কোড”

Leave a Comment