সকল জনপ্রিয় বাংলা ব্লগ সাইট এর তালিকা (বাংলাদেশের সেরা ব্লগ তালিকা) আপনারা যদি একসাথে দেখতে চান তাহলে এই পোস্টটি আপনার কাজে আসবে।
আজকের এই পোস্টের মাধ্যমে আমি বাংলাদেশের সকল জনপ্রিয় ব্লগ সাইট এর তালিকা (বাংলাদেশের সেরা ব্লগ তালিকা) আপনাদের সাথে বিভাগ ভিত্তিক সাজিয়ে লিখে শেয়ার করলাম।
বাংলা ব্লগ সাইট, জনপ্রিয় বাংলা ব্লগ, বাংলা ব্লগ তালিকা, সকল বাংলা ব্লগ, বাংলা ব্লগ সাইটগুলো, বাংলাদেশের জনপ্রিয় ব্লগ সাইট, বাংলাদেশের সেরা ব্লগ সাইট প্রভৃতি লিখে আপনার খুজেন।তবে আপনারা যেভাবেই খুজেন এই পোস্টে আপনার প্রয়োজনীয় তথ্য পাবেন।
আজকের এই পোস্টে যেসকল বিভাগের ব্লগ সাইটের তালিকা করা হবে, যেমন : নিউজ ব্লগ, সাধারণ ব্লগ, প্রযুক্তি বিষয়ক ব্লগ, শিক্ষা বিষয়ক ব্লগ, স্বাস্থ্য বিষয়ক ব্লগ, রূপচর্চা বিষয়ক ব্লগ, টেলি কমিউনিকেশন বিষয়ক ব্লগ, বাংলা ফোরাম সাইট – বাংলা প্রশ্নত্তোর সাইট প্রভৃতি।
আপনি যদি উপরের তালিকার কোনো বিষয়ের উপর ব্লগ তৈরি করতে চান তাহলে নিচে বিভাগ ভিত্তিক বাংলাদেশের সকল জনপ্রিয় ব্লগ সাইট এর তালিকা (বাংলাদেশের সেরা ব্লগ তালিকা) শেয়ার করা হয়েছে দেখে ধারণা নিতে পারেন।
সূচিপত্র
জনপ্রিয় বাংলা ব্লগ
নিউজ ব্লগ তালিকা
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নিউজ ব্লগ সাইটগুলোর তালিকা দেখে নিন –
ক্রমিক নং
নিউজব্লগ সাইটের নাম
০১
প্রিয় ডট কম
০২
সমকাল দর্পণ
০৩
সামহোয়্যার ইন ব্লগ
০৪
বিডি নিউজ টোয়েন্টিফোর ব্লগ
০৫
ক্যাডেট কলেজ ব্লগ
০৬
সবুজ বাংলা ব্লগ
০৭
মুক্তমনা
০৮
সদালাপ
০৯
স্বপ্নবাজ
১০
শব্দনীড়
১১
শৈলী
১২
প্রথম আলো ব্লগ
১৩
কফি হাউসের আড্ডা
১৪
বিজ্ঞান ব্লগ
১৫
প্রজন্ম ফোরাম
বাংলা নিউজ ব্লগ সাইটগুলো
সাধারণব্লগ তালিকা
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সাধারণ ব্লগ সাইটগুলোর তালিকা দেখে নিন –
ক্রমিক নং
সাধারণ ব্লগের নাম
০১
TrickBlogBD.com
০২
TunerPage.com – বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক জনপ্রিয় একটি ব্লগ
০৩
Onlineincomebd.net – অনলাইন ইনকাম বিডি
০৪
Trickbd.com – বাংলাদেশের প্রথম মোবাইল ভিত্তিক প্রযুক্তি ফোরাম
০৫
SMN Zaman- অনলাইনে আয় বা ব্যবসার আয় বৃদ্ধি করার উপায় সম্পর্কে লেখে
০৬
ঝিনাইগতি আইটি- এই সাইটে শিক্ষা ও চাকরির খবর বেশি লেখে
০৭
Rashtrakutas.com- এই সাইট থেকে ইতিহাস জানতে পারবেন ঘরে বসে
০৮
Priyota.xyz – এই সাইটে লাইফ লাইফস্টাইল সম্পর্কে লেখা হয়
০৯
হৈচৈ বাংলা – এই সাইটে অনলাইন আয়, গল্প ইত্যাদি সম্পর্কে লেখা হয়
সাধারণ বাংলা ব্লগ সাইটগুলো
প্রযুক্তি বিষয়ক ব্লগ
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রযুক্তি বিষয়ক ব্লগ সাইটগুলোর তালিকা দেখে নিন –
ক্রমিক নম্বর
প্রযুক্তি বিষয়ক ব্লগ
০১
টেকটিউনস
০২
BanglaTech.info
০৩
টেক শহর
০৪
টেক বাজ
০৫
ITbari.com
০৬
Banglatech24.com
০৭
TechJano.com
০৮
ব্লগার বাংলাদেশ
০৯
টেকমাস্টার ব্লগ
১০
AnytechTune | অ্যানিটেক টিউন
প্রযুক্তি বিষয়ক ব্লগ সাইটগুলো
শিক্ষা বিষয়ক ব্লগ
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় শিক্ষা বিষয়ক ব্লগ সাইটগুলোর তালিকা দেখে নিন –
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্বাস্থ্য বিষয়ক ব্লগ সাইটগুলোর তালিকা দেখে নিন –
ক্রমিক নং
স্বাস্থ্য বিষয়ক ব্লগ
০১
মায়া
০২
ই – হাসপাতাল
০৩
মাই টনিক
স্বাস্থ্য বিষয়ক ব্লগ এর তালিকা
রূপচর্চা বিষয়ক ব্লগ
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রূপচর্চা বিষয়ক ব্লগ সাইটগুলোর তালিকা দেখে নিন –
ক্রমিক নম্বর
রূপচর্চা বিষয়ক ব্লগ
০১
সাজগোজ
০২
ফেমিনা
০৩
নীড়পাতা
রূপচর্চা বিষয়ক ব্লগসাইটগুলো
টেলি কমিউনিকেশন বিষয়ক ব্লগ
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টেলি কমিউনিকেশন বিষয়ক ব্লগ সাইটগুলোর তালিকা দেখে নিন –
ক্রমিক নম্বর
টেলি কমিউনিকেশন বিষয়ক ব্লগ
০১
গ্রামীনফোন
০২
বাংলালিংক
০৩
রবি
০৪
এয়ারটেল
০৫
টেলিটক
০৬
স্কিটো
০৭
টেলি কথন বিডি
টেলি কমিউনিকেশন বিষয়ক ব্লগ সাইটগুলো
আপনারা উপরে বিভাগ ভিত্তিক বাংলাদেশের জনপ্রিয় ব্লগ সাইটগুলোর তালিকা দেখেছেন কিন্তু আপনাদের অনেকের মনে ইচ্ছে জাগতে পারে বাংলাদেশের সকল ব্লগ সাইটের তালিকা দেখার, তাই আপনাদের জন্য বাংলাদেশের সকল ব্লগ তালিকা শেয়ার করলাম।
আমরা অনলাইনে অনেক ব্লগ সাইট দেখতে পাই কিন্তু অনেকেই জানিনা সেরা বাংলা ব্লগ সাইট কোনগুলো তাই আপনাদের কথা ভেবে সেরা ব্লগ সাইট এর তালিকা শেয়ার করলাম।
টেকনিউনস ডট কো
টেকটিউনস এই সাইটি বাংলাদেশের সবচেয়ে সেরা এবং জনপ্রিয় বাংলা টেকনোলজি সাইট। টেকটিউনস ২০১১ সালে যাত্রা শুরু করেছে। টেকটিউনস গুগল এ্যাডসেন্স এর বিজ্ঞাপন এবং নিজেরা সরাসরি বিজ্ঞাপন সংগ্রহ করে সেই বিজ্ঞাপন থেকে আয় করছে।
২০২১ সালে সংগ্রহ করা টেকটিউনস সাইটের এর কিছু তথ্য দেখে নিন –
ট্রিক বিডি বাংলা ভাষার বাংলাদেশের একটি জনপ্রিয় টেক ব্লগ সাইট। ট্রিক বিডি ২০১৩ সালে যাত্রা শুরু করেছে। ট্রিক বিডি এই সাইটটি গুগল এ্যাডসেন্স থেকে আয় করছে । এছাড়াও আপনারা চাইলে ট্রিক বিডি সাইট থেকে কনটেন্ট লিখে আয় করতে পারবেন। আপনার যদি ট্রিক বিডি সাইটে কনটেন্ট লেখা ইচ্ছে হয় তাহলে ট্রিক বিডি সাইটের এডমিনের সাথে যোগাযোগ করে শুরু করতে পারেন।
২০২১ সালের ফেব্রুয়ারী মাসে সংগ্রহ করা ট্রিক বিডি সাইটের কিছু তথ্য দেখে নিন –
লেখাপড়া বিডি এই সাইটে শিক্ষা বিষয়ে সকল ধরনের পোস্ট লিখে। এছাড়াও এই সাইটে লেখাপড়া সংক্রান্ত যেকোনো প্রশ্নের উত্তর পাবেন। আমি অনলাইনে ঘাটাঘাটি করে যে তথ্য পেলাম তাতে লেখাপড়া বিডি বাংলাদেশের সেরা শিক্ষা বিষয়ক ব্লগ সাইট।
ভাইয়া আমার ব্লগ সাইটটি কি আপনাদের তালিকায় রাখার উপযুক্ত হয়েছে, হলে যুক্ত করে দিয়েন।
এত পরিশ্রম করে এত সুন্দর একটি পোস্ট লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া Popular Bangla Mix Blog এই ব্লগ সাইট আপনার তালিকায় যুক্ত করে দিয়েন।
বাংলা গেস্ট পোস্ট করা যায় এমন কোন সাইট আছে
ভাই আমার ব্লগটি ঘুরে আসতে পারেন । আশা করি আপনার তালিকায় যুক্ত হবে ।
BDBlog কে অসংখ্য ধন্যবাদ জনপ্রিয় বাংলা ব্লগ সাইটের তালিকা দেওয়ার জন্য।
StudyKoro ওয়েবসাইটটি বাংলা ভাষায় শিক্ষামূলক পোস্ট করার পাশাপাশি ধর্ম ও প্রযুক্তি বিষয়ক লেখা নিয়মিত পোস্ট করে আসছে।
যদি এই লিস্টে যুক্ত করার উপযুক্ত বলে বিবেচিত হয় তাহলে অনুরোধ রইলো StudyKoro কে এই লিস্টে স্থান দেয়ার জন্য।
ধন্যবাদ।
জনপ্রিয় ব্লগ সাইটগুলো তুলে ধরার জন্য ধন্যবাদ।
আমি যেহেতু নতুন, এমন সাইটগুলো দেখলে ভাল লাগে। উৎসাহ পাই।
মীর চ্যাপ্টার একটি জনপ্রিয় বাংলা ব্লগ সাইট, অসংখ্য গল্প কবিতা নিয়ে এ ব্লগ এর যাত্রা।
অনেক ভালো লাগলো আপনার লেখা । আপনাকে ব্লগ সাইট তুলে ধরার জন্য ধন্যবাদ ।