আপনারা যদি একটা রানিং ব্লগ সাইট এর টেমপ্লেট (থিম) পরিবর্তন করতে চান তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য । আজকের এই পোস্টে আমি ব্লগ টেমপ্লেট পরিবর্তন করার পরের সমস্যার সমাধান সম্পর্কে লেখার চেষ্টা করেছি।
আপনার সাইটে অলরেডি এডসেন্স চালু আছে, গুগল সার্চ কনসোল , গুগল এনালাইটিক সব কিছু সেট করা আছে। এই অবস্থায় যদি থিমটা পরিবর্তন করতে চান তাহলে পরিবর্তন করার আগে অথবা পরে কি কি করণীয় সবকিছুই এই পোস্টে বিস্তারিত লেখার চেষ্টা করেছি।
থিম পরিবর্তন করার পরে কি কি সমস্যা হতে পারে এডসেন্স বা অন্য কোন ইমপোর্টেন ফিচারে ইফেক্ট করবে নাকি এ সকল বিষয়ের সমাধান সম্পর্কে জানতে পারবেন আজকের এই পোস্টটি পড়লে ।
ব্লগ টেমপ্লেট (থিম) পরিবর্তন করার পরে আপনার ব্লগে কি কি সমস্যা হতে পারে এবং করণীয় :
সতর্কতা : ব্লগের টেমপ্লেট (থিম) পরিবর্তন আগে অবশ্যই ব্লগের বেকআপ রাখবেন।
গুগল এডসেন্স এর সমাধান :
০১. আপনার ওয়েবসাইট যদি ব্লগারে হয় তাহলে টেমপ্লেট (থিম) পরিবর্তন পরে গুগল এডসেন্স এর কোড পুরায় হেড সেকশনে দ্রুত কপি পেস্ট করে সেভ করতে হবে।
০২. আপনার ব্লগ যদি ওয়ার্ডপ্রেসে হয় আর আপনি যদি কোনো প্লাগিন ব্যবহার না করে এডসেন্স কোড সেটআপ করে থাকেন তাহলে দ্রুত গুগল এডসেন্স কোড কপি পেস্ট করে সেভ করুন।
গুগল সার্চ কনসোল এর সমাধান :
০১. আপনার ব্লগ সাইট যদি ওয়ার্ডপ্রেসে হয় তাহলে SEO প্লাগিন আপনার গুগল সার্চ কনসোল ভেরিফিকেশন এর কোড অটোমেটিক আপনার নতুন থিমে যুক্ত করে দিবে।
০২. আপনার ব্লগ সাইট যদি ব্লগারে হয় তাহলে গুগল সার্চ কনসোল এর কোড পুনরায় যুক্ত করতে হবে।
গুগল এনালাইটিক এর সমাধান :
০১. আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে Site kite প্লাগিন এর মাধ্যমে গুগল এনালাইটিক যুক্ত করে থাকেন তাহলে নতুন থিম যুক্ত করার পরে প্লাগিন আপনার নতুন থিমে অটোমেটিক যুক্ত করে দেবে।
০২. ব্লগার সাইটেও গুগল এনালাইটিক কোড থিম পরিবর্তন করার পরে পুনরায় যুক্ত করতে হয় না অটোমেটিক যুক্ত হয়ে যায়।
ওয়ার্ডপ্রেস এবং ব্লগার সাইটের ব্লগ টেমপ্লেট (থিম) পরিবর্তন করে দেখানো হয়েছে এরকম অসংখ্য ভিডিও ইউটিউবে সার্চ করলে পাবেন। আপনার ব্লগের টেমপ্লেট (থিম) পরিবর্তন করার প্রয়োজন হলে ভিডিও মন দিয়ে দেখে পরিবর্তন করে নিন।
আমি আশা করি ব্লগের টেমপ্লেট (থিম) পরিবর্তন করার বিষয়ে সকল প্রশ্নের উত্তর পেয়েছেন। তারপর আপনার কোনো বিষয়ে জিজ্ঞাসা করার থাকলে সরাসরি আমার ফেসবুক পেজ ভিজিট করে মেসেজ করুন।