বাংলা ওয়েবসাইট থেকে আয় ২০২২ : নিউজ পোর্টাল থেকে আয় : যেভাবে করবেন

বাংলা ওয়েবসাইট থেকে আয় ২০২২ কিভাবে করবেন সেই সম্পর্কে আমাদের এই পোস্ট। এই পোস্টে বাংলা নিউজ পোর্টাল থেকে আয় করার সঠিক উপায়গুলো সম্পর্কে বিস্তারিত লেখার চেষ্টা করলাম।

মানুষ এখন বিভিন্ন খবর যেমন: চাকরির খবর, খেলার খবরসহ বিভিন্ন বিষয়ে জানার জন্য ইংরেজি ভাষার পাশাপাশি অনলাইনে বাংলা ভাষায় গুগলসহ সকল সার্চ ইঞ্জিনে সার্চ করে খবরসহ বিভিন্ন তথ্য জানার চেষ্টা করছে তাই এই সময়ে আপনার একটি বাংলা ওয়েবসাইট থাকলে আপনি সেই বাংলা ওয়েবসাইট থেকে আয় (নিউজ পোর্টাল থেকে আয়) করা শুরু করতে পারেন।

বিশ্বের সবদেশেই পৌঁছে গেছেন ইন্টারনেট তাই অনলাইন ব্যবহারকারী ব্যক্তির সংখ্যাও দিন দিন বেড়েই চলেছে, তাই এই সময়ে বাংলা অথবা ইংরেজি দুটি ভাষাতেই ওয়েবসাইট তৈরি করে আয় করতে পারবেন। বর্তমানে বাংলা ওয়েবসাইট থেকে আয় করার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে গুগল এডসেন্স।এছাড়াও আরও বেশ কয়েকটি মাধ্যমে বাংলায় আর্টিকেল লিখে আয় করতে পারবেন, যেমন : লোকাল এডনেটওয়ার্ক, লোকাল স্পন্সর (Local sponsor) এফিলিয়েট মার্কেটিং (Affiliate marketing) প্রভৃতি।

এখন বাংলাদেশী এবং আন্তর্জাতিক অসংখ্য লোকাল এডনেটওয়ার্ক রয়েছে এগুলো থেকেও আয় করতে পারবেন, তবে ১০০০ ভিজিটরে গুগল এডসেন্স থেকে ৩০০ টাকা আয় হলে লোকাল এড নেটওয়ার্ক থেকে ১০০ টাকা আয় হবে। তাহলে বুঝতেইতো পারছেন আপনার টার্গেট হতে হবে গুগল এডসেন্স ওয়েবসাইটে এপ্রুভ করানো।

বাংলা ওয়েবসাইট থেকে আয় ২০২২ (নিউজ পোর্টাল থেকে আয়) যেভাবে করবেন জেনে নিন

বাংলা ওয়েবসাইটে গুগল এডসেন্স থেকে আয় যেভাবে করবেন :

মাত্র কয়েক বছর আগেও বাংলা ওয়েবসাইটে গুগল এডসেন্স এপ্রুভ হতো না কিন্তু এখন মানসম্মত বাংলা আর্টিকেল লিখেতে পারলে অবশ্যই গুগল এডসেন্স এপ্রুভ পাওয়া যায়। আপনার বাংলা ওয়েবসাইটে পর্যাপ্ত আর্টিকেল থাকলে প্রথমে মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা আয় করতে পারবেন আর আপনার ওয়েবসাইটটি যত পুরনো হবে পোস্টগুলো আস্তে আস্তে রেংক করবে ভিজিটর বাড়বে ওয়েবসাইট থেকে আয়ও দিন দিন বাড়তে শুরু করবে।


বাংলা ওয়েবসাইটে গুগল এডসেন্স এপ্রুভ পাওয়ার শর্ত সমূহ যেমন:

• ওয়েবসাইটে কমপক্ষে ২০টি ইউনিক আর্টিকেল থাকতে হবে।
• প্রত্যেকটি আর্টিকেল কমপক্ষে ১০০০ হাজার ওয়ার্ড করে লিখতে হবে।
• আপনার লেখা কমপক্ষে ২০টি আর্টিকেল গুগলে ইনডেক্স হতে হবে।
• ওয়েবসাইটে কয়েকটি পেজ তৈরি করতে হবে, যেমন: About me, Contact us, Privacy policy প্রভৃতি।

ওয়েবসাইটে এফিলিয়েট মার্কেটিং (Affiliate marketing) করে আয় যেভাবে করবেন জেনে নিন –

আপনার ওয়েবসাইটে পছন্দের ই-কমার্স ওয়েবসাইট অথবা যেকোনো ধরণের সাইট থেকে এফিলিয়েট লিংক সংগ্রহ করে ওয়েবসাইটের পোস্ট অথবা সাইটবারে যুক্ত করে মোটা অংকের টাকা আয় করতে পারবেন।
ওয়েবসাইট থেকে এফিলিয়েট মার্কেটিং (Affiliate marketing) করে আয় করতে হলে আপনি যে পোডাক্ট মার্কেটিং করতে চাচ্ছে সেই পোডাক্ট বিষয়ক পোস্ট লিখতে হবে এবং পোস্টে আপনার সংগ্রহ করা এফিলিয়েট লিংক যুক্ত করে দিতে হবে, তাহলে সেল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
বাংলাদেশ থেকে বাংলা ওয়েবসাইটে মোবাইল এবং কম্পিউটার এক্সসরিজ মাকেটিং করার সেরা ই- কমার্স ওয়েবসাইট (BDSHOP.COM), এই সাইটে থেকে মাত্র ১০০০ টাকা হলেই উত্তোলন করতে পারবেন বিকাশের মাধ্যমে।
আপনি বাংলাদেশ থেকে যদি কোন ডোমেইন হোস্টিং কোম্পানির ডিজিটাল পণ্য মাকেটিং করতে চান তাহলে (Putulhost.com) এই ওয়েবসাইট থেকে এফিলিয়েট লিংক সংগ্রহ করে মার্কেটিং শুরু করতে পারেন। আপনি মাত্র ৫০০ টাকা ব্যালেন্স হলেই বিকাশের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।

আরও পড়ুনঃ

লোকাল স্পন্সর থেকে বাংলা ওয়েবসাইট থেকে আয় যেভাবে করবেন জেনে নিন –

আপনার আশে পাশের ছোট কোম্পানি বা প্রতিষ্ঠান থেকে খুব সহজেই লোকাল স্পন্সর পেয়ে যেতে পারে, যেমন: আপনি তাদের সাথে যোগাযোগ করে জানাবেন যে আপনার একটি ওয়েবসাইট আছে সেখানে মাসে এত ভিজিটর আসে আমাকে মাসে এত টাকা দিতে হবে। সেই কোম্পানি বা প্রতিষ্ঠানের আপনার ওয়েবসাইটটি দেখে পছন্দ হলে কিছু টাকা কম করে আপনাকে একটি ব্যানার তৈরি করে দিবে অথবা ব্যানার আপনাকে তৈরি করে যুক্ত করে দিতে বলবে, এভাবেই ছোট কোম্পানি বা প্রতিষ্ঠান থেকে আয় করতে পারবেন।
এছাড়াও আপনি যদি বিকাশ, নগদ, রকেট, উপায়, গ্রামীণফোন,বাংলালিংক,এয়ারটেল রবি, ইত্যাদি থেকে লোকাল স্পন্সর পেতে চান তাহলে আপনার ওয়েবসাইটটিকে একটু বড় করে নিতে হবে যাতে মাসে এক লাখের মতো ভিজিটর আসে তাহলে আপনি এই সকল কোম্পানির কাছে লোকাল স্পন্সর এর জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও দেশে বিভিন্ন ক্যাটাগরির বহু কোম্পানি রয়েছে তাদের থেকে স্পন্সরশীপ পাবেন তবে আপনাকে প্রথমেই ভিজিটর বাড়ানোর জন্য দিকে গুরুত্ব দিতে হবে।

বাংলায় আর্টকেল লিখে লোকাল এডনেটওয়ার্ক থেকে আয় যেভাবে করবেন জেনে নিন

বহু লোকাল এডনেটওয়ার্ক কোম্পানি আছে যারা ওয়েবসাইট তৈরি করার সাথে সাথে আবেদন করলেই এপ্রুভ করে দেয়, আপনার কি মনে করেন এপ্রুভ হলেই আপনার ইনকাম শুরু হয়ে যাবে, আমি বলবো না কারণ আপনার ব্লগে ভিজিটর না আসলে ১০০টি এডনেটওয়ার্ক থেকে এপ্রুভ নিলেও আপনার ১ টাকাও আয় হবে না, ওয়েবসাইট থেকে আয় করতে চাইলে আপনাকে প্রথমে ভিজিটর বাড়াতে হবে। একটি ওয়েবসাইটে গুগল এডসেন্স এপ্রুভ হলে যে টাকা ইনকাম হয়, লোকাল এডনেওয়ার্ক থেকে একই ভিজিটরে তারচেয়ে তিনগুণ কম ইনকাম দেয়।

এগুলো পড়তে পারেন –

  1. সকল পত্রিকা | বাংলাদেশের সকল সংবাদপত্র সমূহ
  2. কলকাতার সব বাংলা পত্রিকা | পশ্চিম বাংলার পত্রিকা
  3. বাংলাদেশের প্রথম অনলাইন পত্রিকা কোনটি ও পত্রিকাটি সম্পর্কে বিস্তারিত
  4. ইসলামিক পত্রিকা সমূহ | মাসিক ইসলামিক পত্রিকা সমূহ
  5. নিবন্ধিত অনলাইন পত্রিকার তালিকা | নিবন্ধনকৃত পত্র পত্রিকার তালিকা
  6. বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা সমূহ এর তালিকা দেখে নিন
  7. স্বাধীন বাংলাদেশের প্রথম দৈনিক পত্রিকা কোনটি ও পত্রিকাটি সম্পর্কে বিস্তারিত
  8. বাংলাদেশের ইংরেজি পত্রিকার তালিকা সমূহ | English newspaper of Bangladesh
  9. বাংলাদেশের অনলাইন পত্রিকার তালিকা | বাংলাদেশের জনপ্রিয় অনলাইন পত্রিকা
  10. জাতীয় পত্রিকার তালিকা ২০২২ | বাংলাদেশের জাতীয় পত্রিকা সমূহ
ফেসবুক থেকে আয় ২০২২ : কিভাবে ফেসবুক থেকে টাকা আয় করা যায়
ফেসবুক পেজ থেকে আয় ২০২১ : ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার নিয়ম
আশা করি আপনি এই পোস্টে বাংলা ওয়েবসাইট থেকে আয় ২০২২ (নিউজ পোর্টাল থেকে আয়) করা নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
আপনাদের যেকোনো প্রয়োজনে আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আর আমার ফেসবুক পেজ লাইক দিয়ে আমার সাথে যুক্ত থাকুন।
পোস্টটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

ট্যাগ সমূহ : বাংলা ওয়েবসাইট থেকে আয় করার উপায়, কিভাবে ওয়েবসাইট থেকে আয় করা যায়, অনলাইন পত্রিকা থেকে আয় যেভাবে করবো।