ফেসবুক থেকে আয় ২০২২ : ফেসবুক থেকে আয় করার উপায়

ফেসবুক থেকে আয় ২০২২ : ফেসবুক থেকে আয় করার উপায় এই সম্পর্কে আমাদের এই পোস্ট। এই পোস্টে ফেসবুক থেকে অর্থ উপার্জন ২০২২ করার সহজ উপায়গুলো নিয়ে বিস্তারিত লেখার চেষ্টা করলাম।

ফেসবুক পৃথিবীর সবচেয়ে বড় এবং অন্যতম জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া। বর্তমান সময়ে যাদের স্মাটফোন আছে তারা কম বেশি সবাই ফেসবুক ব্যবহার করে কিন্তু অনেকেই জানেনা ফেসবুক থেকে আয় করা সম্ভব হাজার হাজার টাকা।

আপনারা যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান আজকের এই পোস্টটি আপনাদের জন্য, এই পোস্টের মাধ্যমে কিভাবে ফেসবুক থেকে টাকা আয় করা যায় সেই বিষয়ে বিস্তারিত লেখার চেষ্টা করেছি।

ফেসবুক ভিডিও থেকে আয় ২০২২, ফেসবুক একাউন্ট খুলে আয়, ফেসবুক গ্রুপ থেকে আয়, ফেসবুকে লাইক দিয়ে টাকা ইনকাম, ফেসবুকে কত ভিউ কত টাকা এই সকল বিষয়ে এই পোস্টে বিস্তারিত লেখার চেষ্টা করেছি।

ফেসবুক থেকে আয় ২০২২ : কিভাবে ফেসবুক থেকে টাকা আয় করা যায় জেনে নিন

ফেসবুক ভিডিও থেকে আয় ২০২২

ফেসবুকে ভিডিও আপলোড করে আয় করার সুযোগ রয়েছে, একটি ফেসবুক পেজ তৈরি করে, সেই পেজে ভিডিও আপলোড করে, ফেসবুক থেকে আয় করা সম্ভব , তবে শর্ত প্রযোজ্য।

ফেসবুক ভিডিওতে বিজ্ঞাপন চালায় যেভাবে জেনে নিন :

আমরা সাধারণত দেখতে পাই ইউটিউব ভিউয়ারদের ভিডিওর শুরুতে বিজ্ঞাপন দেখায়, আবার ভিডিও বড় হলে মাঝে মাঝেও বিজ্ঞাপন দেখায় কিন্তু ফেসবুক ভিউয়ারদের ভিডিওর মাঝে বিজ্ঞাপন দেখায়।

ফেসবুক ভিডিও থেকে আয় করতে হলে যে শর্তগুলো পূরণ করতে হবে জেনে নিন:

• ফেসবুক পেজে ১০ হাজারের উপর লাইক বা ফলোয়ার থাকতে হবে ।

• ফেসবুক পেজ থেকে ভিডিও পাবলিশ করতে হবে, ফেসবুক আইডি থেকে নয় ।

• সর্বশেষ ৬০ দিনের মধ্যে আপনার পেজের ৩ মিনিটের উপরের সকল ভিডিও মিলে ৩০ হাজারের উপরে ভিউস হতে হবে, ভিডিওর ভিউস কমপক্ষে ১ মিনিট করে হতে হবে ।

• আপনি যদি ফেসবুক থেকে বেশি টাকা উপার্জন করতে চান তাহলে আপনাকে বড় ভিডিও অথাৎ বেশি মিনিটের ভিডিও তৈরি করতে হবে কারণ ছোট ভিডিওতে ফেসবুক খুব কম বিজ্ঞাপন দেখায়।

ফেসবুকে এফিলিয়েট মার্কেটিং (Affiliate marketing) করে আয় যেভাবে করবেন জেনে নিন:

আপনার ফেসবুক পেজ, ফেসবুক পোফাইল, ফেসবুক গ্রুপ ইত্যাদি থেকে Affiliate link যুক্ত করে আয় করা সম্ভব, যেমন : আপনি কোনো একটি কোম্পানি থেকে Affiliate link সংগ্রহ করে আপনার ফেসবুক পেজ, ফেসবুক পোফাইল, ফেসবুক গ্রুপ ইত্যাদি এর পোস্টের মধ্যে এফিলিয়েট লিংক যুক্ত করলে সেই লিংকে প্রবেশ করে কোনো ভিউয়ার যদি কোনো পোডাক্ট কেনাকাটা করে তাহলে আপনি কিছু টাকা কমিশন পাবেন।

ফেসবুকে শপ তৈরি করে আয় করতে পারবেন যেভাবে :

ফেসবুকে শপ তৈরি করা এখন পানির মত সোজা তবে স্মার্ট ফোন এর মাধ্যমে বর্তমানে ফেসবুক শপ তৈরি করা যাচ্ছে না অতএব ফেসবুকে শপ তৈরি করতে চাইলে আপনাকে একটি কম্পিউটার ব্যবহার করতে হবে। আপনার যদি ফেসবুকে শপ তৈরি করতে কোনো সমস্যা হয় তাহলে ইউটিউবে অনেক ভিডিও আছে সেই ভিডিও দেখে দেখে তৈরি করে নিতে পারবেন।

আপনার ফেসবুক পেজে শপ তৈরি করা হয়ে গেলে সেই শপে আপনি আপনার নিজস্ব পোডাক্ট অথবা অন্য কোন কোম্পানির পোডাক্ট সুন্দর করে সাজিয়ে যুক্ত করার পরে কয়েক দিন অপেক্ষা করলেই আপনার পোডাক্ট বিক্রি শুরু হয়ে যাবে , আর বিক্রি শুরু হলে টাকা আয় করা শুরু করতে পারবেন।

ফেসবুক মেসেঞ্জার থেকে আয় যেভাবে করবেন : 

আপনি আপনার ফেসবুক পেজের একটিভ মেসেঞ্জার এর মাধ্যমে আপনার পণ্য বিক্রি করতে পারেনI

ইদানীং ব্যবসায় ক্রেতা টানার জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জার চ্যাটবট। এই স্বয়ংক্রিয় মেসেঞ্জার চ্যাটবট পেজে আসা ভিউয়ারদের আপনার ব্যবসা সম্পর্কে তথ্য দেবে। তাদের প্রশ্নের উত্তর দিবে। ফলে আপনি পেয়ে যেতে পারেন নতুন ক্রেতা।

ফেসবুক গ্রুপ থেকে আয় :

আপনারা বড় একটি ফেসবুক গ্রুপ থাকলে সেই গ্রুপ হতে পারে আপনার অনলাইন আয়ের অন্যতম একটি মাধ্যম। ফেসবুক গ্রুপ থেকে বিভিন্ন ভাবে আয় করতে পারবেন, যেমন:

• আপনার বড় একটি ফেসবুক গ্রুপ থাকলে সেই গ্রুপে ফেসবুক পেজের ভিডিও শেয়ার করলে অনেক ভিউস বেশি হবে , আপনার আয়ও বাড়বে।

• আপনার নিজস্ব কোনো পোডাক্ট অথবা অন্য কোনো কোম্পানির এফিলিয়েট পোডাক্ট বড় একটি গ্রুপে শেয়ার করলে সেল হওয়ার সম্ভবনা বেড়ে যায়।

এগুলো পড়তে পারেনঃ

ফেসবুক পেজ থেকে আয় ২০২১ যেভাবে করবেন

কিভাবে ইউটিউব থেকে আয় (Earnings from YouTube) করবেন জেনে নিন

একটি ব্লগ তৈরির খরচ (cost creating a blog) কত টাকা পরবে জেনে নিন

ফেসবুক পেজ থেকে আয় ২০২২ : ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার নিয়ম


ফেসবুক পেজ থেকে আয় করার উপায় ২০২১

ফেসবুক পেজ থেকে আয় ২০২২ : ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার নিয়ম সম্পর্কে আমাদের আজকের এই পোস্ট। এই পোস্টে মাধ্যমে আমি ফেসবুক পেজ থেকে আয় করার সঠিক উপায়গুলো বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করার জন্য লিখতে বসেছি।

আমরা অনেকেই ফেসবুক পেজ ব্যবহার করি কিন্তু জানিনা ফেসবুকে পেজ থেকে আয় করা সম্ভব হাজার হাজার টাকা তাই আজকের এই পোস্টের মাধ্যমে ফেসবুক পেজ থেকে আয় ২০২২ সম্পর্কে নিচে বিস্তারিত লেখার চেষ্টা করলাম।

ফেসবুক পেজ থেকে আয় করা এখন খুবই সহজ তাই এই পোস্টে আমি ফেসবুক পেজ থেকে আয় করার জনপ্রিয় কয়েকটি মাধ্যম যেমন : ভিডিও আপলোড করে আয়, ফেসবুক Instant Article থেকে আয়, এফিলিয়েট মার্কেটিং করে আয়, শপ তৈরি করে আয়, লিংক শেয়ার করে আয় ইত্যাদি নিয়ে বিস্তারিত লেখার চেষ্টা করেছি।

ফেসবুক পেজে ভিডিও আপলোড করে আয় যেভাবে করবেন

ফেসবুক পেজে ভিডিও আপলোড করে ফেসবুক এড এর মাধ্যমে মনিটাইজ করে আয় করা যায়। তবে আয় করতে হলে কয়েকটি শর্ত আপনাকে পূরণ করতে হবে, যেমন:

• ফেসবুক পেজে দশ হাজারের উপর ফলোয়ার বা লাইক থাকতে হবে ।

• ফেসবুক পোফাইল থেকে নয় সরাসরি ফেসবুক পেজ থেকে ভিডিও আপলোড করতে হবে।

• আপনার ফেসবুক পেজের ৩ মিনিটের উপরের সকল ভিডিও মিলে সর্বশেষ ৬০ দিনের মধ্যে ৩০ হাজারের উপরে ভিউস হতে হবে, প্রত্যেক ভিউস কমপক্ষে ১ মিনিট লম্বা হতে হবে ।

• আপনি ফেসবুক পেজ থেকে বেশি টাকা আয় করতে চাইলে আপনাকে বেশি মিনিটের ভিডিও তৈরি করতে হবে কারণ ছোট ভিডিওতে ফেসবুক বিজ্ঞাপন খুব কম দেখায়।

ফেসবুক Instant Article থেকে আয় যেভাবে করবেন

ফেসবুক lnstant Articles ব্যবহার করার জন্য আপনার একটি ব্লগ বা ওয়েবসাইট এর প্রয়োজন হবে এবং সেই ব্লগে কমপক্ষে ২০ টি পোস্ট থাকতে হবে। আপনার ব্লগ বা ওয়েবসাইটে ২০ টি পোস্ট থাকলে সেই পোস্টগুলো আপনার ফেসবুক পেজে শেয়ার করবেন। আপনার ফেসবুক পেজ থেকে ১০ হাজার ভিজিটর আপনার ব্লগে আসতে হবে। আপনার ব্লগে ১০ হাজার ভিজিটর সম্পূর্ণ হলে আপনি ফেসবুক Instant Articles এর টুলস হতে আপনার ব্লগের Instant Articles অনুমোদন করার জন্য ফেসবুকের কাছে আবেদন করতে পারবেন। ফেসবুক কতৃপক্ষ দুই সপ্তাহের মধ্যে আপনার আবেদন রিভিউ করে যোগ্য মনে করলে আপনার পেজের জন্য Instant Articles অনুমোদন দেবে।

ফেসবুক পেজে এফিলিয়েট মার্কেটিং করে আয় যেভাবে করবেন

ফেসবুক পেজে আপনার পছন্দের ই-কমার্স সাইট অথবা যেকোনো সাইট থেকে এফিলিয়েট লিংক সংগ্রহ করে ফেসবুক পেজে পোস্ট করে হাজার হাজার টাকা আয় করতে পারবেন।

ফেসবুক পেজ থেকে এফিলিয়েট মার্কেটিং (Affiliate marketing) করে আয় করতে হলে যে পোডাক্ট সেল করতে চাচ্ছে সেই পোডাক্ট সম্পর্কে কয়েক লাইন লিখতে হবে এবং ফেজবুক পেজের পোস্টে আপনার সংগ্রহ করা এফিলিয়েট লিংক যুক্ত করে দিতে হবে, তাহলে পোডাক্টটি সেল হওয়ার সম্ভাবনা ৮০% বেড়ে যাবে।

বিশ্বজুড়ে বহু ই- কমার্স সাইট আছে সেগুলোর এফিলিয়েট মার্কেটিং (Affiliate marketing) আপনি নতুন অবস্থায় করতে পারবেন না কারণ ঐ সব সাইটের পোডাক্ট বাংলাদেশ থেকে খুব কম ক্রয় করে। তাই বাংলাদেশের জনপ্রিয় একটি ই-কমার্স সাইট (BDSHOP.COM), এই সাইটে তারা মোবাইল এবং কম্পিউটার এক্সসরিজ সেল করে। আপনি এই সাইট থেকে এফিলিয়েট লিংক সংগ্রহ করে আপনার ফেসবুক পেজে পোস্ট করা শুরু করতে পারেন। আর শুখবর হলো আপনার একাউন্টে মাত্র ১০০০ টাকা হলেই বিকাশে উত্তোলন করতে পারবেন ।

আপনার ফেসবুক পেজে কোন ডোমেইন হোস্টিং কোম্পানির ডিজিটাল পণ্য যেমন : ডোমেইন, হোস্টিং, রেডি ওয়েবসাইট, অনলাইন রেডিও,রিসেলার হেস্টিং,রেডি ই-কমার্স ওয়েবসাইট ইত্যাদি সেল করতে চান, তাহলে (Putulhost.com) এই ওয়েবসাইট থেকে এফিলিয়েট লিংক (Affiliate link) সংগ্রহ করে মার্কেটিং শুরু করতে পারেন। সুখবর হলো একাউন্টে মাত্র ৫০০ টাকা ব্যালেন্স জমা হলেই চলমান মোবাইল ব্যাকিংগুলির মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন।

ফেসবুক পেজে শপ তৈরি করে আয় যেভাবে করবেন –

আপনার চলমান ফেসবুক পেজে শপ তৈরি করার সুবিধা চালু করেছে ফেসবুক তাই ফেসবুক পেজে শপ তৈরি করে খুব সহজেই আয় করার সুযোগ তৈরি হয়েছে। আপনার ফেসবুক পেজে শপ তৈরি করে নিজের পোডাক্ট অথবা এফিলিয়েট পোডাক্ট সুন্দর করে সাজিয়ে সেল করা শুরু করতে পারেন। পোডাক্ট সেল হওয়া শুরু হলেই আপনার ফেসবুক পেজ থেকে আয় হওয়া শুরু হবে।

ফেসবুক পেজে শর্ট লিংক শেয়ার করে আয় যেভাবে করবেন –

ফেসবুক পেজে শর্ট লিংক শেয়ার করে ইনকাম করার জনপ্রিয় (link shortener) সাইটগুলি হলো:

• shorte ST

• AdF Ly

• Link Bucks

তবে এই সাইটগুলির মধ্যে AdFLy সবচেয়ে জনপ্রিয়।

আপনার পছন্দের কোনো একটি (link shortener) ওয়েবসাইট থেকে একাউন্ট তৈরি করে সেই সাইট থেকে লিংক শর্ট করে আপনার ফেসবুক পেজে শেয়ার করে আয় করা শুরু করতে পারেন, তবে শর্ট লিংক সরাসরি আপনার পেজে শেয়ার করবেন না যদি শেয়ার করেন তাহলে ফেসবুক লিংকটি রিমুভ করে দেবে। আপনার মনে প্রশ্ন জাগতেই পারে তাহলে কিভাবে শেয়ার করলে ফেসবুক রিমুভ করবে না, উত্তর হলো আপনি ব্লগারের মাধ্যমে ফ্রি একটি ব্লগ তৈরি করে সেই ব্লগ সাইটের পোস্টের লিংক শেয়ার করতে হবে।

ফেসবুকে শেয়ার করার জন্য লিংক শর্ট যেভাবে করবেন:

• আপনি একটি নিউজ আর্টিকেলের লিংক শর্ট করুন (link shortener) সাইটের মাধ্যমে।

• যে আর্টিকেলের লিংক শর্ট করেছেন সেই আর্টিকেলের টাইটেল আপনার ব্লগ সাইটের নতুন পোস্ট টাইটেলে লিখুন।

• যে আর্টিকেলটির লিংক শর্ট করেছেন সে আর্টিকেলের কিছু কনটেন্ট কপি করুন।

• কপি করা কনটেন্ট আপনার নতুন পোস্টে পেস্ট করুন।

• বিস্তারিত পড়ুন লিখে বিস্তারিত পড়ুন এর ভিতরে শর্ট করা লিংকটি যুক্ত করে দিন।

আমার বুঝানো পদ্ধতিতে শর্ট লিংক শেয়ার করলে ১০০% আয় করতে পারবেন।

এছাড়াও আরও বিভিন্নভাবে ফেসবুক থেকে আয় করা সম্ভব। আজকের এই পোস্টের মাধ্যমে ফেসবুক থেকে আয় করার সহজ উপায়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি । আমি আশা করি কিভাবে ফেসবুক থেকে টাকা আয় করা যায় সেই সম্পর্কে এই পোস্টে বিস্তারিত জানতে পেরেছেন।

আরও পড়ুন :

  1. ছবি ব্লগ – Sbi blog
  2. ভালো ভালো কিছু ব্লগ ও ফোরাম ওয়েবসাইটের নাম
  3. ইসলামিক বাংলা ব্লগ সাইট সমূহ | ইসলামিক ওয়েবসাইট সমূহ | Islamic Blog Bangla
  4. Top 10 bangla blog site list | সেরা ১০ বাংলা ব্লগ সাইট তালিকা
  5. ব্লগিং কি | ব্লগিং এর জনক কে | কেন ব্লগিং করবেন | কিভাবে ব্লগিং শুরু করবো
  6. ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে | ওয়েবসাইট তৈরির খরচ (ব্লগ তৈরির খরচ) কত
  7. বাংলা ব্লগ থেকে আয় | বাংলা সাইট থেকে আয় কিভাবে করবেন জেনে নিন
  8. নতুনদের ব্লগিং এ সফল হওয়ার টিপস এন্ড ট্রিক্স
  9. ওয়েবসাইটে বা ব্লগে চলন্ত লেখা (Scrolling Text) কিভাবে যুক্ত করবেন জেনে নিন
  10. কিভাবে (ব্লগস্পট.কম) ব্লগারে কাস্টম ডোমেইন যুক্ত করবেন জেনে নিন

আমার ফেসবুক পেজ ফলো করতে পারেন, লিংক : BD Blog – বিডি ব্লগ

এই পোস্ট সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্টে লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো।

পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।

2 thoughts on “ফেসবুক থেকে আয় ২০২২ : ফেসবুক থেকে আয় করার উপায়”

  1. ফেসবুকে থেকে ইনকাম যেমন সহজ তেমন কঠিন । আপনি যদি কঠোর পরিশ্রম করতে পারেন তবেই ইনকাম করতে পারবেন ।

Comments are closed.