নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ ২০২২ (Nagad cash out charge 2022), নগদ সেন্ড মানি চার্জ, নগদ ক্যাশ ইন চার্জ যেভাবে লিখে খুঁজেন এই পোস্টে নগদ মোবাইল ব্যাকিং চার্জ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
নগদ ক্যাশ আউট খরচ কত, নগদ ক্যাশ আউট রেট কত, নগদে হাজারে কত টাকা চার্জ কাটে? আপনারা প্রভৃতি লিখে অনেকেই গুগলে খুজছেন। এছাড়াও আপনারা ইংরেজিতে খুজেন যেমন (nagad cash out charge, Nagad account cash out charge, Nagad account cash in charge, Nagad send money charge) তাই আপনাদের সুবিধার্থে সকল নগদ চার্জ সম্পর্কে এই পোস্টে বিস্তারিত লেখার চেষ্টা করেছি।
নগদ মোবাইল ব্যাকিং সেবার একজন গ্রাহক হয়েছে বা হতে চাচ্ছেন তাহলে নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ ২০২২, নগদ একাউন্টের ক্যাশ ইন চার্জ, নগদ একাউন্টের সেন্ড মানি চার্জ, নগদ একাউন্টের লেনদেনের লিমিট সম্পর্কে আপনার জানা দরকার।
নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ কত ২০২২, নগদ একাউন্টের ক্যাশ ইন চার্জ, নগদ একাউন্টের সেন্ড মানি চার্জ কত, নগদ একাউন্টের মোবাইল রিচার্জ চার্জ কত সেই সম্পর্কে এই পোস্টে বিস্তারিত সকল তথ্য শেয়ার করার চেষ্টা করেছি। এছাড়াও এই পোস্টে নগদ মোবাইল ব্যাকিং সেবা সকল লেনদেনের লিমিট সম্পর্কে লেখার চেষ্টা করেছি।
নগদ একাউন্টের ক্যাশ ইন চার্জ -Nagad account cash in charge :
নগদ এজেন্ট থেকে ক্যাশ ইন করার জন্য কোনো চার্জ কাটা হয় না। নগদ এজেন্ট থেক একদম ফ্রি ক্যাশ ইন করা সুবিধা উপভোগ করতে পারবে।
নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ –Nagad account cash out charge :
নগদ মোবাইল ব্যাকিং একাউন্ট থেকে দুটি উপায়ে টাকা উত্তোলন করা যায় যেমন :
• *167# ডায়াল করে ক্যাশ আউট
• নগদ অ্যাপ থেকে ক্যাশ আউট
আরও পড়ুনঃ
- কিভাবে (ব্লগস্পট.কম) ব্লগারে কাস্টম ডোমেইন যুক্ত করবেন জেনে নিন
- নতুনদের ব্লগিং এ সফল হওয়ার টিপস এন্ড ট্রিক্স
- ভালো ভালো কিছু ব্লগ ও ফোরাম ওয়েবসাইটের নাম
- ব্লগিং কি | ব্লগিং এর জনক কে | কেন ব্লগিং করবেন | কিভাবে ব্লগিং শুরু করবো
- বাংলা ব্লগ থেকে আয় | বাংলা সাইট থেকে আয় কিভাবে করবেন জেনে নিন
- ইসলামিক বাংলা ব্লগ সাইট সমূহ | ইসলামিক ওয়েবসাইট সমূহ | Islamic Blog Bangla
- সেরা ১০ বাংলা ব্লগ সাইট এর তালিকা
- সকল জনপ্রিয় বাংলা ব্লগ সাইট এর তালিকা | All Popular Bangla Blog site list
- All Bangla Tech Blog Site List | সকল বাংলা টেক ব্লগ সাইট এর তালিকা
- সকল বাংলা পত্রিকা – বাংলাদেশের সকল সংবাদপত্র সমুহ
- ই পেপার কি | বাংলাদেশের সকল ই পেপার এর তালিকা দেখে নিন
- বাংলাদেশের অনলাইন পত্রিকার তালিকা | বাংলাদেশের জনপ্রিয় অনলাইন পত্রিকা
*167# ডায়াল করে ক্যাশ আউট চার্জ :

আপনি যদি *167# কোড ডায়াল করে নগদ মোবাইল ব্যাকিং একাউন্ট থেকে ক্যাশ আউট করেন তাহলে প্রতি হাজারে ১৮.৫০ টাকা হারে কেটে নিবে। তবে ২১০০ টাকার বেশি ক্যাশ আউট করলে প্রতি এক হাজারে খরচ পড়বে ভ্যাটসহ ১৪.৯৪ টাকা। এছাড়া আপনি যদি *167# এর মাধ্যমে নগদ এজেন্ট থেকে টাকা উত্তোলন করেন তাহলে দৈনিক অথবা মাসিক কত টাকা উত্তোলন করতে পারবেন জেনে নিন –
• প্রতিদিন সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ২৫০০০ টাকা পর্যন্ত এজেন্ট থেকে ক্যাশ আউট এর মাধ্যমে উত্তোলন করতে পারবেন।
• দিনে ক্যাশ আউট সর্বোচ্চ ৫ বার করতে পারবেন টাকার পরিমাণ ৫০-২৫০০০ টাকার মধ্যে হতে হবে।
• মাসে ২০ বারে সর্বমোট ১,৫০,০০০ টাকা এজেন্ট থেকে ক্যাশ আউট করে উত্তোলন করতে পারবেন।
নগদ অ্যাপ থেকে ক্যাশ আউট চার্জ -Nagad app cash out charge :

আপনি যদি নগদ অ্যাপ ব্যবহার করে ক্যাশ আউট করেন তাহলে প্রতি হাজারে খরচ হবে ১৭.৫০ টাকা। তবে আপনি যদি ২১০০ টাকার বেশি একসাথে ক্যাশ আউট করেন তাহলে ভ্যাটসহ ১১.৪৯ টাকা প্রতি এক হাজারে খরচ কেটে নিবে। আপনি বিকাশ ও রকেট অ্যাপ এর থেক অনেকে কমে নগদ অ্যাপে ক্যাশ আউট করার সুবিধা উপভোগ করতে পারবেন। আপনি যদি নগদ অ্যাপ দিয়ে এজেন্ট থেকে টাকা উত্তোলন করেন তাহলে দৈনিক অথবা মাসে কত টাকা উত্তোলন করতে পারবেন জেনে নিন –
নগদ অ্যাপ থেকে ক্যাশ আউট করলে আপনাদের *167# কোড ডায়াল করে ক্যাশ এর লিমিটই প্রযোজ্য।
নগদ এটিএম ক্যাশ আউট চার্জ :
নগদ একাউন্ট থেকে এটিএম ক্যাশ আউট করার সুবিধা এখনও যুক্ত করা হয়নি। ভবিষ্যতে এটিএম ক্যাশ আউট সুবিধা যুক্ত করা হতে পারে।
নগদ ব্যাংক ক্যাশ আউট ও ক্যাশ ইন সুবিধা :
নগদ মোবাইল ব্যাকিং সেবার সাথে এখনও কোনো ব্যাংক যুক্ত হয়নি। তাই নগদ একাউন্ট থেকে ব্যাংক ক্যাশ ইন ও ক্যাশ আউট সুবিধা উপভোগ করা যাচ্ছে না।
নগদ একাউন্টের সেন্ড মানি চার্জ (Nagad Account send money charge) ও লেনদেনের লিমিট :
নগদ *167# কোড ডায়াল করে সেন্ড মানি করলে প্রতি লেনদেনের ক্ষেত্রে ৫ টাকা চার্জ প্রযোজ্য।তবে নগদ অ্যাপ থেকে সেন্ড মানি একদম ফ্রি । নগদ একাউন্ট থেকে দিনে ৫০ বারে ১০ টাকা থেকে ২৫০০০ টাকা বিনা খরচে সেন্ড মানি করতে পারবেন। আর মাসে ১০০ বারে ২,০০,০০০ টাকা পর্যন্ত সেন্ড মানি করতে পারবেন।
নগদ মোবাইল রিচার্জ চার্জ ও লিমিট:
বর্তমানে আমরা অনেকেই মোবাইল ব্যাকিং সেবাগুলো থেকে মোবাইল রিচার্জ করি তাই আমাদের নগদ মোবাইল রিচার্জ চার্জ ও লিমিট সম্পর্কে জানা দরকার। আপনারা নগদ একাউন্ট থেকে দিনে ১০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন। দৈনিক ৫০ বারে ১০০০০ টাকা রিচার্জ করতে পারবেন । প্রতি মাসে ১৫০০ বারে ১,০০০০ টাকা রিচার্জ করতে পারবেন।
এগুলো পড়তে পারেন –
• নগদ একাউন্টের অফার ২০২১ | Nagad Account Offer 2021
• নগদ মোবাইল রিচার্জ অফার ২০২১ | Nagged Mobile Recharge Offer 2021
• মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম | নগদ একাউন্ট দেখার নিয়ম
• বিকাশ ক্যাশ আউট চার্জ ২০২১ | BKash Cash Out Charge 2021| বিকাশ লিমিট
• রকেট ক্যাশ আউট চার্জ কত ২০২১ (Rocket Cash Out Charge) ও লিমিট সম্পর্কে জানুন
• বিকাশ অ্যাপ প্রতি রেফারে ১০০ টাকা বোনাস
এই পোস্ট সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো।
আমার ফেসবুক পেজ Bd Blog – বিডি ব্লগ এই পেজটি সবাই ফলো করবেন। আর আপনাদের যেকোনো প্রয়োজনে সরাসরি আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন।
পোস্টটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
আরও পড়ুন :
- ছবি ব্লগ – Sbi blog
- ভালো ভালো কিছু ব্লগ ও ফোরাম ওয়েবসাইটের নাম
- ইসলামিক বাংলা ব্লগ সাইট সমূহ | ইসলামিক ওয়েবসাইট সমূহ | Islamic Blog Bangla
- Top 10 bangla blog site list | সেরা ১০ বাংলা ব্লগ সাইট তালিকা
- ব্লগিং কি | ব্লগিং এর জনক কে | কেন ব্লগিং করবেন | কিভাবে ব্লগিং শুরু করবো
- ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে | ওয়েবসাইট তৈরির খরচ (ব্লগ তৈরির খরচ) কত
- বাংলা ব্লগ থেকে আয় | বাংলা সাইট থেকে আয় কিভাবে করবেন জেনে নিন
- নতুনদের ব্লগিং এ সফল হওয়ার টিপস এন্ড ট্রিক্স
- ওয়েবসাইটে বা ব্লগে চলন্ত লেখা (Scrolling Text) কিভাবে যুক্ত করবেন জেনে নিন
- কিভাবে (ব্লগস্পট.কম) ব্লগারে কাস্টম ডোমেইন যুক্ত করবেন জেনে নিন
প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: নগদে হাজারে কত টাকা চার্জ কাটে?
উত্তর: আপনি যদি *167# কোড ডায়াল করে নগদ মোবাইল ব্যাকিং একাউন্ট থেকে ক্যাশ আউট করেন তাহলে প্রতি হাজারে ১৮.৫০ টাকা হারে কেটে নিবে। তবে ২১০০ টাকার বেশি ক্যাশ আউট করলে প্রতি এক হাজারে খরচ পড়বে ভ্যাটসহ ১৪.৯৪ টাকা। এছাড়া আপনি যদি নগদ অ্যাপ ব্যবহার করে ক্যাশ আউট করেন তাহলে প্রতি হাজারে খরচ হবে ১৭.৫০ টাকা। তবে আপনি যদি ২১০০ টাকার বেশি একসাথে ক্যাশ আউট করেন তাহলে ভ্যাটসহ ১১.৪৯ টাকা প্রতি এক হাজারে খরচ কেটে নিবে।
প্রশ্ন: নগদে সর্বনিম্ন কত টাকা ক্যাশ ইন করা যায়?
উত্তর: নগদে সর্বনিম্ন ৫০ টাকা ক্যাশ ইন করা যায়।
ট্যাগ সমূহ : নগদ ক্যাশ আউট খরচ কত, নগদ ক্যাশ আউট রেট কত, নগদে ক্যাশ আউট চার্জ কত ২০২২, নগদ একাউন্টের ক্যাশ ইন চার্জ কত, নগদ একাউন্টের সেন্ড মানি চার্জ কত, নগদ একাউন্টের মোবাইল রিচার্জ চার্জ কত, নগদে সর্বনিম্ন কত টাকা ক্যাশ ইন করা যায়, nagad cash out charge, Nagad account cash out charge, Nagad account cash in charge, Nagad send money charge,