টেলিটক সিম রিপ্লেসমেন্ট করার নিয়ম, টেলিটক সিম রিপ্লেসমেন্ট কত টাকা ২০২২, টেলিটক সিম রিপ্লেসমেন্ট করতে কি কি লাগে এই নিয়ে আমাদের এই পোস্ট।
আমাদের এই পোস্টে আমি টেলিটক সিম রিপ্লেসমেন্ট করার নিয়ম, টেলিটক সিম রিপ্লেসমেন্ট করতে কি কি লাগে ও টেলিটক সিম রিপ্লেস কত টাকা সেই সম্পর্কে বিস্তারিত লেখার চেষ্টা করেছি।
টেলিটক সিম রিপ্লেসমেন্ট করার নিয়ম
টেলিটক সিম রিপ্লেসমেন্ট করতে সেই সিমের নাম্বার এবং সেই সিমের মালিককে তার NID কার্ড নিয়ে সশরীরে নিকটস্থ বাংলালিংক কাস্টমার কেয়ার অথবা টেলিটক সিম অনুমোদিত দোকানে যেতে হবে।
তারপর আপনি সেখানকার কর্মরত ব্যক্তিকে বলবেন আপনার সিমটি রিপ্লেসমেন্ট করে দিতে। সিম রিপ্লেসমেন্ট শুরুর প্রথম দিকে আপনার কাছে সেই সিমের নাম্বার চাইবে। তারপর আপনার ভোটার আইডি কার্ড চাইবে। তারপর আপনার দুই হাতের চারটি আঙুলের ছাপ দিতে বলবে। সকল তথ্য ঠিক থাকলে আপনার সিম রিপ্লেসমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে।
টেলিটক সিম রিপ্লেসমেন্ট করতে কি কি লাগে
বর্তমান সময়ে বাংলালিংক সিম রিপ্লেসমেন্ট খুব সহজেই করতে পারবেন। বাংলাদেশের যেকোনো অপারেটরের সিম রিপ্লেস করতে শুধুমাত্র সেই সিমের নাম্বার এবং সেই সিমের মালিকের ভোটার আইডি কার্ড সহ নিজের উপস্থিত হয়ে রিপ্লেসমেন্ট সম্পূর্ণ করতে হবে।
টেলিটক সিম রিপ্লেসমেন্ট কত টাকা 2022
আমি এই পোস্ট লেখার দিন পর্যন্ত রবি সিম রিপ্লেস ফ্রি 200 টাকা নির্ধারিত ছিলো। তবে সিম অপারেটর নিদিষ্ট দোকান থেকে রিপ্লেস করতে ২২০ – ২৫০ টাকা নেয়। আর আপনার যদি অনলাইনে শপিং করার অভিজ্ঞতা থাকে তাহলে নিজ নিজ সিম অপারেটরের ওয়েবসাইট থেকে রিপ্লেসমেন্ট করতে পারবেন।
এগুলো পড়তে পারেন:
- সকল সিমের প্রয়োজনীয় কোড ২০২২
- রবি সিমের সকল কোড ২০২২ | রবির সকল কোড
- এয়ারটেল সিমের সকল কোড সমূহ | এয়ারটেল সিমের সব প্রয়োজনীয় কোড
- গ্রামীন সিমের সকল প্রয়োজনীয় কোড ২০২২ | জিপি সিমের সকল প্রয়োজনীয় কোড
- বাংলালিংক সিমের সকল প্রয়োজনীয় কোড | বাংলালিংক সিমের সকল তথ্য
- টেলিটক সিমের সকল কোড ২০২২ | টেলিটক সিমের সব ইউএসএসডি কোড
টেলিটক 4G সেবা উপভোগ করবেন যেভাবে
৪জি হল ৪র্থ প্রজন্মের ব্রডব্যান্ড সেলুলার নেটওয়ার্ক যা সর্বোচ্চ গতির ইন্টারনেট ব্রাউজিং-এর অভিজ্ঞতা দেয়।
৪জি সেবার পাওয়ার পূর্বশর্ত কি?
৪জি পেতে হলে নিম্নোক্ত শর্তগুলো পূরণ করতে হবেঃ
- ৪জি সাপোর্টেড হ্যান্ডসেট
- ২০১২ সালের আগে নেয়া ২জি সিম রিপ্লেস করতে হবে
- বর্তমান ৩জি সিম মাইগ্রেট করে ৪জি-তে যেতে হবে
- ৪জি কাভারেজ এরিয়ার মধ্যে থাকতে হবে
- আমি কিভাবে জানবো আমার সিম ৪জি সক্ষম কী না?
আপনি ৪জি সেবা পাওয়ার জন্য যোগ্য কী না তা জানতে chk লিখে SMS করুন 157 নাম্বারে
কিভাবে ৪জি তে মাইগ্রেট করবো?
3G থেকে 4G সিমে মাইগ্রেট করতে হলে “4G” লিখে সেন্ড করুন 111 নাম্বারে।
তথ্য সংগৃহীত : টেলিটক ওয়েবসাইট
প্রশ্ন: টেলিটক সিম রিপ্লেসমেন্ট করলে কি বিকাশ, নগদ, রকেট, উপায় একাউন্ট বন্ধ হয়ে যাবে?
উত্তর: টেলিটক সিম রিপ্লেসমেন্ট করলে বিকাশ, নগদ, রকেট, উপায় একাউন্ট ২৪ ঘন্টার জন্য বন্ধ থাকবে। ২৪ ঘন্টা পর অটোমেটিক সচল হয়ে যাবে। একাউন্ট ব্যালেন্স সহ, লেনদেন সব আগের মতোই থাকবে। তারপর যদি চালু না হয় তাহলে বিকাশ, নগদ, রকেট, উপায় এর হেল্পলাইনে কল করতে হবে। বাংলাদেশের সকল মোবাইল ব্যাকিং কোড এবং হেল্পলাইন নাম্বার জানতে আমাদের এই পোস্ট পড়ুন।
আরও পড়ুন :
- সকল পত্রিকা | বাংলাদেশের সকল সংবাদপত্র সমূহ
- কলকাতার সব বাংলা পত্রিকা | পশ্চিম বাংলার পত্রিকা
- বাংলাদেশের প্রথম অনলাইন পত্রিকা কোনটি ও পত্রিকাটি সম্পর্কে বিস্তারিত
- ইসলামিক পত্রিকা সমূহ | মাসিক ইসলামিক পত্রিকা সমূহ
- নিবন্ধিত অনলাইন পত্রিকার তালিকা | নিবন্ধনকৃত পত্র পত্রিকার তালিকা
- বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা সমূহ এর তালিকা দেখে নিন
- স্বাধীন বাংলাদেশের প্রথম দৈনিক পত্রিকা কোনটি ও পত্রিকাটি সম্পর্কে বিস্তারিত
- বাংলাদেশের ইংরেজি পত্রিকার তালিকা সমূহ | English newspaper of Bangladesh
- বাংলাদেশের অনলাইন পত্রিকার তালিকা | বাংলাদেশের জনপ্রিয় অনলাইন পত্রিকা
- জাতীয় পত্রিকার তালিকা ২০২১ | বাংলাদেশের জাতীয় পত্রিকা সমূহ
এই পোস্ট সম্পর্কে আপনাদের যেকোনো মতামত কমেন্ট লিখতে পারেন আমি জবাব দেওয়ার চেষ্টা করবো। আর আমার ফেসবুক পেজ লাইক দিয়ে আমার সাথে যুক্ত থাকুন।
পোস্টটি আপনাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
ট্যাগ সমূহ : টেলিটক সিম উঠাতে কত টাকা লাগে , টেলিটক সিম রিপ্লেস কত টাকা 2022, টেলিটক সিম তুলতে কত টাকা লাগে, টেলিটক সিম উঠানোর নিয়ম।