টালিখাতা অ্যাপস কি এবং টালিখাতা অ্যাপস কেন ব্যবহার করবেন :

টালি খাতা অ্যাপস হলো কাগজের টালি খাতার পরিবর্তে ব্যবসার হিসাব রাখার একটি অ্যাপ। টালিখাতা অ্যাপস ব্যবহার করার জন্য কোনো টাকা লাগবে না এটি বিনা পয়সায় ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই অ্যাপটি ইন্টারনেট ছাড়াও ব্যবহার করতে পারবেন । টালিখাতা অ্যাপের অফিশিয়াল তথ্যমতে সারাদেশে ২৫ লাখ ব্যবসায়ীরা এই অ্যাপটি ব্যবহার করছে।
আজকের এই পোস্টের মাধ্যমে টালিখাতা অ্যাপস কি, টালিখাতা অ্যাপস এর সুবিধা, টালি খাতা app download সম্পর্কে লেখার চেষ্টা করলাম।
আপনারা যদি ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে smanager অ্যাপের নাম শুনেছেন। smanager অ্যাপের মাধ্যমেও ব্যবসার হিসাব রাখা যায় তবে smanager অ্যাপ ব্যবহার করতে টাকা লাগে কিন্তু টালিখাতা অ্যাপটি সম্পূর্ণ ফ্রি ব্যবহার করতে দিচ্ছে।
টালিখাতা অ্যাপস এর সুবিধা :
