জিপি রিচার্জ অফার ২০২২ (Gp Recharge Offer 2022) সম্পর্কে এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার জন্য লিখতে বসেছি। আমি আশা করি এই পোস্টে জিপি সিমের ইন্টারনেট ও মিনিট প্যাক কেনার প্রয়োজনীয় সকল তথ্য পাবেন।
আপনারা এই পোস্টে জিপি রিচার্জ মিনিট অফার ২০২২ (gp recharge minute offer 2022), জিপি রিচার্জ ইন্টারনেট অফার ২০২২ (gp recharge internet offer 2022) সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
আজকের এই পোস্টে আমি গ্রামীনফোন রিচার্জ অফার ২০২২ (grameenphone recharge offer 2022), গ্রামীনফোন ইন্টারনেট রিচার্জ অফার ২০২২ (grameenphone recharge internet offer 2022), গ্রামীনফোন রিচার্জ মিনিট অফার ২০২২ (grameenphone recharge minute offer 2022) সম্পর্কে বিস্তারিত লেখার চেষ্টা করেছি।
জিপি ১ পয়সা সেকেন্ড কল রেট অফার
জিপি সিমে ১ পয়সা সেকেন্ড কল রেট পেতে যে নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করতে হবে জেনে নিন
• ২১ টাকা রিচার্জে ১ পয়সা সেকেন্ড, মেয়াদ ২ দিন।
• ২৯ টাকা রিচার্জে ১ পয়সা সেকেন্ড, মেয়াদ ৩ দিন।
• ৩৯ টাকা রিচার্জে ১ পয়সা সেকেন্ড, মেয়াদ ৪ দিন।
• ৭৯ টাকা রিচার্জে ১ পয়সা সেকেন্ড, মেয়াদ ১৫ দিন।
• ১০৯ টাকা রিচার্জে ১ পয়সা সেকেন্ড, মেয়াদ ৩০ দিন।
• ২০৯ টাকা রিচার্জে ১ পয়সা সেকেন্ড, মেয়াদ ৬০ দিন।
অফারের শর্ত ও নিয়মাবলী:
প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকগণদের জন্য প্রযোজ্য (মাইপ্ল্যান, এক্সপ্লোর স্পেশাল এবং মান্থলি কমিটমেন্ট প্ল্যান এর গ্রাহক ব্যতীত) রিচার্জের অ্যামাউন্ট গ্রাহকের মূল অ্যাকাউন্টে যোগ হবে “যেকোনো লোকাল নম্বর” বলতে দেশের ভেতর যেকোনো নেটওয়ার্কে কল করা বোঝানো হয় (জিপি-জিপি, জিপি-অন্য মোবাইল অপারেটর, জিপি-পিএসটিএন ও জিপি-আইপিটিএসপি) যার মধ্যে কোনো শর্ট কোডে করা কল অন্তর্ভুক্ত নয় অফারটি পেতে গ্রাহককে ঠিক উল্লেখিত অ্যামাউন্ট রিচার্জ করতে হবে।
এই অফার চলাকালীন এই স্পেশাল কল রেট (যেকোনো লোকাল নম্বরে ১ পয়সা/সেকেন্ড, ২৪ ঘণ্টা) রেগুলার প্যাকেজ কল রেট, সুপার FnF, FnF, কমিউনিটি ট্যারিফ এর ক্ষেত্রে প্রযোজ্য এই স্পেশাল কলরেট – ক্রয়কৃত মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট, ইমার্জেন্সি ব্যালেন্স এবং কল ডাইভার্ট/কল ফরোয়ার্ড ট্যারিফ -এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
আপনাদের ক্রয়কৃত মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট এবং ইমার্জেন্সি ব্যালেন্স আগে ব্যবহৃত হবে। কল ডাইভার্ট/ফরোয়ার্ড সুবিধাটি চালু থাকাকালীন রেগুলার প্রোডাক্ট প্যাকেজ এর ট্যারিফ প্রযোজ্য হবে।
এই ক্যাম্পেইন চলাকালীন একাধিকবার অফারটি নেওয়া যাবে। একাধিক রিচার্জে সর্বোচ্চ মেয়াদটি প্রযোজ্য হবে অফারের মেয়াদ জানতে ডায়াল করুন *121*1*2# (প্রিপেইড) ও *121*4601# (পোস্টপেইড) গ্রাহক অন্য কোনো ১ পয়সা অফার নিলে সর্বোচ্চ মেয়াদটি প্রযোজ্য হবে। স্পেশাল কল রেট এর মেয়াদ শেষে গ্রাহক তার পূর্ববর্তী অফার/প্যাকেজে ফিরে যাবেন।
এই অফারটি বন্ধ করতে ডায়াল করুন *121*1003*1# পোস্টপেইড গ্রাহকদের ক্ষেত্রে উপরোক্ত স্পেশাল কল রেট অফার চালু করার পর কমিটমেন্ট প্ল্যান চালু করলে এই স্পেশাল কল রেট প্রযোজ্য হবে না যেসব পোস্টপেইড গ্রাহকদের সংযোগ Due Date Bar এর জন্য সাময়িকভাবে বিচ্ছিন্ন আছে, নির্দিষ্ট অ্যামাউন্ট রিচার্জ এর ক্ষেত্রে তাদের অফার চালু হয়ে যাবে, কিন্তু অফার উপভোগ করার জন্য পুরোপুরি বিল পরিশোধ করতে হবে অফারটি skitto গ্রাহকদের জন্য প্রযোজ্য নয় অফারটি সীমিত সময়ের জন্য সকল চার্জে ১৫% সম্পূরক শুল্ক প্রযোজ্য। সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য+মূল রেটের উপর ১% সারচার্জ প্রযোজ্য ইন্টারনেট প্যাক বা অফার কেনার সময় আপনি যদি বিকাশ বা কার্ড এর মাধ্যমে টাকা পরিশোধ করতে চান তাহলে মনে রাখবেন প্রিপেইড কাস্টোমারদের জন্য লিমিট হলো ১০ টাকা থেকে ১০০০ টাকা আর পোস্টপেইড কাস্টমারদের জন্য ১০ টাকা থেকে ৫০০০০ টাকা।
একটি গুরুত্বপূর্ণ বিষয়
ইন্টারনেট প্যাক বা অফার কেনার সময় আপনি যদি বিকাশ বা কার্ড এর মাধ্যমে টাকা পরিশোধ করতে চান তাহলে মনে রাখবেন আপনার যদি পূর্ববর্তী কোনো বকেয়া বা ইমার্জেন্সি ব্যালান্স নেয়া থাকে তাহলে সেই বকেয়া টাকা আগে কাটা হবে। সেক্ষেত্রে ইন্টারনেট প্যাক বা অফারটি এক্টিভেট হবে না
এই সকল তথ্য গ্রামীনফোন এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা,আপনারা চাইলে ভিজিট করতে পারেন : grameenphone
এই প্যাকেজগুলো বা অফারগুলো কেনার আগে ইমার্জেন্সি ব্যালেন্স আছে কিনা জেনে নিন কারণ প্যাকেজটি কেনার সময় বিকাশ অথবা কার্ড পেমেন্ট করে ক্রয় করলে ইমার্জেন্সি ব্যালেন্স অথবা সাবস্ক্রিপশন ফি থাকলে রিচার্জকৃত টাকা থেকে কেটে নেওয়া হবে। সেক্ষেত্রে আপনার ইন্টারনেট প্যাক অথবা নির্বাচিত অফার সক্রিয় নাও হতে পারে।
আমি আশা করি এই পোস্টে আমি গ্রামীনফোন রিচার্জ অফার ২০২২ (grameenphone recharge offer 2022), গ্রামীনফোন ইন্টারনেট রিচার্জ অফার ২০২২ (grameenphone recharge internet offer 2022), গ্রামীনফোন রিচার্জ মিনিট অফার ২০২২ (grameenphone recharge minute offer 2022) সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়েছেন।