বাংলা ব্লগে গুগল এডসেন্স পাওয়ার উপায়

বাংলা ব্লগে গুগল এডসেন্স পাওয়ার উপায় নিয়ে আমাদের এই পোস্ট। আজকের এই পোস্টে কিভাবে দ্রুত গুগল এডসেন্স এপ্রুভ পাবেন সেই বিষয়ে বিস্তারিত লেখার চেষ্টা করেছি।

আপনারা যারা ব্লগ তৈরি করে গুগল এডসেন্স এপ্রুভ পেতে চান এই পোস্টটি আপনাদের জন্য। আজকের এই পোস্টে মাধ্যমে গুগল এডসেন্স পাওয়ার উপায় সম্পর্কে লেখার চেষ্টা করলাম।
মাত্র কয়েক বছর আগেও বাংলায় ব্লগ লিখে আয় করার তেমন কোনো সুযোগ ছিলো না কারণ বাংলা ব্লগে গুগল এডসেন্স এপ্রুভ দিতো না, বাংলাদেশ থেকে এফিলিয়েট মার্কেটিং করে আয় করার তেমন কোনো সুযোগ ছিলো না ।
আপনারা যারা ২০২১ সালে ব্লগিং শুরু করতে চাচ্ছেন অথবা শুরু করেছেন তাদের ব্লগের মাধ্যমে আয় করার অসংখ্য উপায় রয়েছে, বাংলাদেশ থেকে অসংখ্য ব্লগার ব্লগে ব্লগে Google AdSense এপ্রুভ নিয়ে হাজার টাকা বাংলা ব্লগ থেকে আয় করছে।
এছাড়াও অনেক ব্লগার আছে যারা বাংলায় ব্লগ লিখে সেই ব্লগ সাইটে এফিলিয়েট লিংক যুক্ত করে আয় করছে মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা,তবে আমরা যারা নতুন ব্লগিং শুরু করেছি তাদের এফিলিয়েট মার্কেটিং করে আয় করা কঠিন তাই আমাদের ব্লগিং শুরু করার পরে টার্গেট হতে হবে ব্লগে গুগল এ্যাডসেন্স এপ্রুব পাওয়া।

বাংলা ব্লগে গুগল এডসেন্স পাওয়া উপায় :

• আপনার বাংলা ব্লগে কমপক্ষে ২০টি ইউনিক আর্টিকেল থাকতে হবে ।
• প্রত্যেকটি আর্টিকেল কমপক্ষে ৫০০ শব্দের লিখতে হবে।
• ব্লগে লেখা কমপক্ষে ২০টি আর্টিকেল গুগলে ইনডেক্স হওয়া লাগবে ।
• আপনার বাংলা ব্লগে প্রয়োজনীয় কয়েকটি পেজ থাকতে হবে, যেমন: About me, Contact us, Privacy policy ইত্যাদি।
• আপনার ব্লগের পোস্ট যেকোনো ডিভাইস থেকে যেন পড়া যায় সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে।
• আপনার ব্লগ সাইটে সাধারণ ডিজাইন করলেই হবে, অতিরিক্ত ডিজাইন করতে গিয়ে সাইট যেন লোড হতে বেশি সময় না নেয় সেদিকেও লক্ষ্য রাখুন ।
• আপনি যে থিম আপনার ব্লগের জন্য ব্যবহার করছেন অথবা করতে চাচ্ছেন এই থিমে গুগল এ্যাডসন্স এপ্রুব হয় কিনা অনলাইনে সার্চ করে জেনে নিন।
• অনেক সময় কপি করা ছাড়া আর্টিকেল লেখার পড়েও গুগল এ্যাডসেন্স এপ্রুব দেয় না কারণ আপনার লেখা আর্টিকেলের মত অসংখ্য আর্টিকেল গুগলে থাকলে, অথাৎ একরকম এত আর্টিকেল গুগলের প্রয়োজন নেই গুগল চায় নতুন কিছু।
• অর্গানিক কিছু ভিজিটর লাগবে, যদিও গুগল এখনও অর্গানিক ভিজিটরের বিষয়ে সরাসরি কিছু বলে নাই কিন্তু অর্গানিক কিছু ভিজিটর আপনার সাইটে না এলে কয়েকদিন যাওয়ার পরে ব্লগে এড লিমিট করে দেয়। আমি আশা করি আপনি কিছুটা হলেও বুঝতে পেরেছেন ব্লগ সাইট থেকে আয় করতে হলে অবশ্যই কিছু অর্গানিক ভিজিটর লাগবে।
• আমার ব্যক্তিগত পরামর্শ আপনার ব্লগে গুগল এ্যাডসেন্স পাওয়ার আগে অন্য কোনো কোম্পানির এড অথবা অতিরিক্ত এফিলিয়েট পোডাক্টের লিংক যুক্ত করা থেকে বিরত থাকুন।
আমরা যদি ব্লগ তৈরি করার পরপরই আয় করার চিন্তা করি তাহলে আমরা কখনই ব্লগিং করে আয় করতে পারবো না,কারণ ব্লগ সাইট থেকে আয় করতে হলে প্রথমেই আপনাকে ব্লগে কিভাবে ভিজিটর বাড়ানো চেষ্টা চালিয়ে যেতে হবে।
আপনার ব্লগে ভিজিটর আসতে শুরু করলে আপনি ব্লগ থেকে বিভিন্ন উপায়ে আয় করতে পারবেন। তখন আপনাকে শুধু গুগল এ্যাডসেন্স এপ্রুব পাওয়ার অপেক্ষা করতে হবে কারণ গুগল এ্যাডসেন্স এপ্রুব না হলেও বেশ কয়েকটি মাধ্যম বাংলা ব্লগ থেকে আয় করতে পারবেন।

এগুলো পড়তে পারেন –

  1. সকল জনপ্রিয় বাংলা ব্লগ সাইট এর তালিকা | বাংলাদেশের সেরা ব্লগ তালিকা
  2. ইসলামিক বাংলা ব্লগ সাইট সমূহ | ইসলামিক ওয়েবসাইট সমূহ
  3. All Bangla Tech Blog Site List | সকল বাংলা টেক ব্লগ সাইট এর তালিকা
  4. সেরা ১০ বাংলা ব্লগ সাইট এর তালিকা
  5. ছবি ব্লগ – Sbi blog
  6. ভালো ভালো কিছু ব্লগ ও ফোরাম ওয়েবসাইটের নাম
  7. ব্লগিং কি | ব্লগিং এর জনক কে | কেন ব্লগিং করবেন | কিভাবে ব্লগিং শুরু করবো
  8. বাংলা ব্লগ থেকে আয় | বাংলা সাইট থেকে আয় কিভাবে করবেন জেনে নিন
  9. নতুনদের ব্লগিং এ সফল হওয়ার টিপস এন্ড ট্রিক্স
  10. ব্লগ টেমপ্লেট (থিম) পরিবর্তন করার পরের সমস্যাগুলোর সমাধান জানুন
বাংলা ব্লগে গুগল এডসেন্স পাওয়ার উপায় সম্পর্কে আরও কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার থাকলে কমেন্টে লিখতে পারেন অথবা সরাসরি আমার ফেসবুক পেজে মেসেজ করুন – ফেসবুক পেজ
পোস্টটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না

1 thought on “বাংলা ব্লগে গুগল এডসেন্স পাওয়ার উপায়”

Comments are closed.