অনলাইনে বিভিন্ন প্লাটফর্মে কাজ করতে কপিরাইট ফ্রি ইমেজ ভিডিও ইত্যাদি প্রয়োজন হয় তাই আজকে আমি আপনাদের জন্য কপিরাইটমুক্ত ইমেজ ভিডিও ডাউনলোড করতে পারবেন এরকম বেশ কয়েকটি সাইটের তালিকা শেয়ার করলাম।
আমরা যারা গুগল এ্যাডসেন্স নিয়ে ব্লগ বা ইউটিউবে কাজ করি বা করতে চাই তাদের অবশ্যই কপিরাইট ফ্রি ছবি ভিডিও ব্যবহার করতে হবে। আপনার ইউটিউব ভিডিওতে অথবা ব্লগে কপিরাইট ফটো ভিডিও থাকলে আপনি কখনো গুগল এ্যাডসেন্স এপ্রুভ করাতে পারবেন না। এছাড়াও আপনারা হয়তো জেনে গেছেন ফেসবুক পেজের ভিডিও মনিটাইজ করে আয় করা সম্ভব কিন্তু ব্লগ এবং ইউটিউবের মতো ফেসবুকেও কপিরাইট মুক্ত ফটো ভিডিও দিয়ে কাজ করতে হবে।
আজকের এই পোস্টের মাধ্যমে কয়েকটি কপিরাইট মুক্ত ইমেজ ভিডিও ডাউনলোড করা যায় এরকম সাইটের তালিকা দেখে নিন –
০১. (Pixabay.com) এই সাইট থেকে আপনি নিশ্চিন্তে কপিরাইটমুক্ত ফটো ভিডিও ডাউনলোড করতে পারেন। তবে যেকোনো ফটো ভিডিও একটু এডিট করে আপনার সাইটে ব্যবহার করুন। এই সাইট থেকে আমি নিজেও ফটো ভিডিও সংগ্রহ করে আমার বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করি।
০২. (Pexels.com) এই সাইটে অসংখ্য কপিরাইট মুক্ত ইমেজ আছে , আপনার প্রয়োজনে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
০৩. (Unsplash.com) এই সাইট থেকে অনেক সুন্দর সুন্দর ইমেজ ডাউনলোড করতে পারবেন।
কপিরাইট ফ্রি ইমেজ ব্যবহারের শর্ত ও নিয়মাবলী :
• ইমেজ ডাউনলোড করে আপলোড করা থেকে বিরত থাকুন।
• ইমেজ সাইটে ব্যবহারের পূর্বে কমবেশি এডিট করে নিবেন কারণ আপনার মতো অন্য কেউ যদি হুবুহু আপলোড করে দেয় সেক্ষেত্রে সমস্যা হতে পারে।
• ইমেজ ডাউনলোড করা ঐ ওয়েবসাইট আপনাকে কোথায় কিভাবে ব্যবহারের অনুমতি দিচ্ছে ভালো করে দেখে নিবেন।
আমার সকল টেক বন্ধুদের আমি (Pixabay.com) থেকে ফটো ভিডিও ডাউনলোড করার পরামর্শ দিবে কারণ আমি অনেক সাইট ঘুরে দেখেছি (Pixabay.com) এই ওয়েবসাইট আমার ভালো লেগেছে তাই আমি এই সাইট থেকে ইমেজ ডাউনলোড করে ব্যবহার করছি আপনিও নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন।