আপনারা যারা ব্লগিং এ নতুন তারা অনেকেই ওয়ার্ডপ্রেস ব্লগে ফেসবুক পেজ যুক্ত করতে চান কিন্তু কিভাবে যুক্ত করবেন বুঝতেছেন না ।আজকের এই পোস্টে আমি ব্লগে ফেসবুক পেজ যুক্ত কিভাবে করবেন সেই সম্পর্কে লেখার চেষ্টা করেছি।
ওয়ার্ডপ্রেস ব্লগে ফেসবুক পেজ যুক্ত কেন করবেন :
০১. ফেসবুক পেজ গুগল এডসেন্স এপ্রুভ হওয়ার পরে ওয়ার্ডপ্রেস ব্লগে যুক্ত করবেন কারণ অনেক অভিজ্ঞ ব্লগার গুগল এডসেন্স পাওয়ার আগে যুক্ত না করতে পরামর্শ দিয়েছেন।
০৩. আমার মতে ওয়ার্ডপ্রেস ব্লগে ফেসবুক পেজ যুক্ত করলে ব্লগের সোন্দর্য্য বৃদ্ধি পায়।
০৪. দেশি বিদেশি অনেক ব্লগে ফেসবুক পেজ যুক্ত করা আছে, আপনি যুক্ত করতে পারেন। আশা করি কোনো ধরণের সমস্যা হবে না।
ওয়ার্ডপ্রেস ব্লগে ফেসবুক পেজ যুক্ত করা আগে যে কাজগুলো অবশ্যই করবেন —
০১. ফেসবুক পেজ যুক্ত করার আগে অবশ্যই ফেসবুক পেজ মানসম্মত একটি কাভার ফটো তৈরি করে যুক্ত করবেন যাতে ফেসবুক পেজটি প্রফেশোনাল লাগে।
০২. ফেসবুক পেজে আকর্ষণীয় একটি পোফাইল পিকচার যুক্ত করুন।
৩. আমার মতে আপনার ফেসবুক পেজের নাম ব্লগের নামের সাথে মিল রেখে তৈরি করা প্রয়োজন তাহলে একটি ব্যান্ড তৈরি হবে।
আপনার ব্লগে ফেসবুক পেজ যুক্ত করার পদ্ধতি দেখে নিন —
• ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগইন করুন
• Appearance এ ক্লিক করুন • Widgets এ ক্লিক করুন • Custom html এ ক্লিক করুন • এইচটিএমএল কোড সম্পূর্ণ কপি করুন এবং এইচটিএমএল সেকশনে পেস্ট করে সেভ বাটনে ক্লিক করে সেভ করুন।
আমি আশা করি এই কোডটি সঠিকভাবে কপি পেস্ট করতে পারলে কোনো সমস্যা হবে এবং কোডের ভিতরে যা কিছু পরিবর্তন করতে বলা হয়েছে নির্ভুলভাবে লিখে সেভ করুন।
আপনার যদি ব্লগে ফেসবুক পেজ যুক্ত করতে কোনো সমস্যা হয় তাহলে সরাসরি আমার ফেসবুক পেজ ভিজিট করে মেসেজ করুন। এছাড়াও ইউটিউবে কোড জেনারেট করার অসংখ্য ভিডিও রয়েছে দেখে কোড জেনারেট করে যুক্ত করে নিন।
আমি আশা রাখি এই পোস্ট পড়ে ব্লগে ফেসবুক পেজ যুক্ত করার পদ্ধতি বুঝতে পেরেছেন। আপনাদের যেকোনো প্রয়োজন সরাসরি আমার ফেসবুক পেজ ভিজিট করে মেসেজ করুন।