ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে | ওয়েবসাইট তৈরির খরচ কত

ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে, ওয়েবসাইট তৈরির খরচ কত এই সম্পর্কে আমাদের এই পোস্ট। এই পোস্টে ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে, ওয়েবসাইট তৈরির খরচ কত সে বিষয়ে বিস্তারিত লেখার চেষ্টা করলাম।

ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে

ব্লগ বা ওয়েবসাইট বানাবেন কেন?: অনলাইন থেকে আয় করার যতগুলো মাধ্যমে আছে তারমধ্যে একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরি করে সবচেয়ে বেশি টাকা আয় করা সম্ভব। তবে ওয়েবসাইটের ভিজিটরের উপর নির্ভর করবে আপনার ইনকাম এর পরিমাণ।

ওয়েবসাইট তৈরি করতে সাধারণত তিনটি ডিজিটাল পণ্য লাগে সেগুলো হচ্ছে : ডোমেইন, হোস্টিং ও থিম।

আমাদের দেশে দুটি জনপ্রিয় মাধ্যমে ব্লগ বা ওয়েবসাইট তৈরি করা হয়ে থাকে সেই মাধ্যমগুলো হচ্ছে : ব্লগার (Blogger) এবং ওয়ার্ডপ্রেস (WordPress)। এখন আপনাকে ঠিক করতে হবে আপনি কোন মাধ্যমে ওয়েবসাইটে তৈরি করবেন।

আরও পড়ুনঃ শীর্ষ 1000 ফেসবুক নাম সমূহ

ব্লগার (Blogger) এর মাধ্যমে ওয়েবসাইট তৈরির খরচ (ব্লগ তৈরির খরচ) কত জেনে নিন :

ব্লগার এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করতে পারবেন একদম ফ্রি। আর আপনি এই ফ্রি ব্লগেই গুগল এডসেন্স এপ্রুভ নিয়ে ইনকাম করতে পারবেন। এছাড়া আপনি যদি চাইলে ডোমেইন এবং থিম প্রিমিয়াম যুক্ত করতে পারবেন।

তবে ব্লগারে প্রিমিয়াম হোস্টিং প্রয়োজন হয় না। ব্লগার এর হোস্টিং বিশ্ব সেরা হোস্টিং এর মধ্যে অন্যতম। লাখ লাখ ভিজিটর একসাথে ভিজিট করলেও সার্ভার ডাউন হয় না। তাই আপনি ব্লগারে শুধুমাত্র একটি ভালো ডোমেইন কিনে ওয়েবসাইট রেডি করতে পারবেন। ভালো একটি ডোমেইন কিনতে লাগবে = ৮০০ থেকে ১০০০ টাকা।

আরও পড়ুনঃ সেরা ১০ প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এবং প্রযুক্তি বিষয়ক ব্লগ

আরও পড়ুনঃ বাংলা ব্লগ থেকে আয় | বাংলা ব্লগ সাইট থেকে ইনকাম কিভাবে করবেন

আরও পড়ুনঃ ব্লগিং করে কত টাকা আয় করা যায়

ওয়ার্ডপ্রেস (WordPress) এর মাধ্যমে ওয়েবসাইট তৈরির খরচ (ব্লগ তৈরির খরচ) কত জেনে নিন :

আপনি যদি ওয়ার্ডপ্রেস (WordPress) এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আপনাকে কিনতে হবে ডোমেইন, হোস্টিং ও থিম। তবে আপনি চাইলে ফ্রি থিম ব্যবহার করতে পারবেন। একটি ভালো ডোমেইন কিনতে লাগবে = ৮০০ থেকে ১০০০ টাকা, ১ বছরের জন্য হোস্টিং কিনতে লাগবে ১৫০০ থেকে ২৫০০ টাকা কোম্পানি এবং কোয়ালিট অনুযায়ী। আর ভালো একটি থিম আজীবনের কিনতে খরচ পরবে ২৫০০ থেকে ৪০০০ টাকার মধ্যে।

আমি আশা করি এই পোস্টে ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে, ওয়েবসাইট তৈরির খরচ (ব্লগ তৈরির খরচ) কত এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

এগুলো পড়তে পারেনঃ

বাংলা ব্লগ থেকে আয় (বাংলা ব্লগ লিখে আয়) | বাংলা ওয়েবসাইট থেকে আয় যেভাবে করবেন

ফেসবুক থেকে আয় ২০২২ : কিভাবে ফেসবুক থেকে টাকা আয় করা যায়

ফেসবুক পেজ থেকে আয় ২০২১ : ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার নিয়ম

সর্বশেষ

আপনাদের যেকোনো প্রয়োজনে আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আর আমার ফেসবুক পেজ লাইক দিয়ে আমার সাথে যুক্ত থাকুন।

পোস্টটি ভালো লাগলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

মানুষ আমাদের খুঁজছেঃ ওয়েবসাইট বানোর খরচ, ব্লগ তৈরির খরচ, ওয়েবসাইট তৈরির খরচ প্রভৃতি।

1 thought on “ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে | ওয়েবসাইট তৈরির খরচ কত”

Comments are closed.