উপায় মোবাইল ব্যাকিং অফার (Upay mobile banking offer) সম্পর্কে আমাদের এই পোস্ট। এই পোস্টে উপায় মোবাইল ব্যাকিং অফার (Upay mobile banking offer) নিয়ে বিস্তারিত লেখার চেষ্টা করলাম। আপনারা সকলে এই পোস্টটি নিয়মিত পড়বেন কারণ উপায় নতুন অফার গুলি এই পোস্টে নিয়মিত আপডেট করা হবে ।
উপায় কতৃপক্ষ থেকে যেকোনো নতুন অফার ঘোষণা করার সাথে সাথে আমি অতি দ্রুত আমার এই পোস্টে যুক্ত করে দেওয়ার চেষ্টা করবো। আপনার নিয়মিত এই পোস্টটি ভিজিট করে নতুন অফার গুলি দেখে নিতে পারবেন।
আজকের এই পোস্টের মাধ্যমে আমি সিরিয়াল অনুযায়ী উপায় মোবাইল ব্যাকিং অফার (Upay mobile banking offer) আপনাদের সাথে শেয়ার করতে শুরু করলাম দেখে নিন :
উপায় অ্যাপ চলবে এমবি ছাড়াই যেকোনো গ্রামীনফোন নম্বর থেকে
ছবি: উপায় ফেসবুক পেজ থেকে সংগ্রহ করা হয়েছে।
এখন থেকে যেকোনো গ্রামীণফোন নম্বর থেকে এমবি ছাড়াই চলবে উপায় অ্যাপ। এছাড়া উপায় অ্যাপে রেজিস্ট্রেশন করলে ৫০০ এমবি আর ৫০ টাকা পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড বোনাস তো থাকছেই।
Upay অ্যাপ এর সেরা অফার ও সুবিধা গুলি জেনে নিন —
• যেকোনো মোবাইল অপারেটর (টেলিটক ব্যতীত)-এর গ্রাহকগণ এখন উপায় অ্যাপ থেকে সরাসরি কিনতে পারবেন যেকোনো ইন্টারনেট, মিনিট কিংবা বান্ডেল অফার – সহজেই!
• এখন উপায় অ্যাপ থেকে সহজেই পেমেন্ট করা যাবে লংকাবাংলা ক্রেডিট কার্ডের বিল, মাত্র ০.৮% সার্ভিস চার্জে।
• উপায় অ্যাপ থেকে ডিপিডিসি পোস্টপেইড, ডেসকো, ওয়েস্টজোন, খুলনা ওয়াসা ও বাখরাবাদ গ্যাস বিল পে করা যাবে কোনরকম চার্জ ছাড়াই!
• লঞ্চ, বাস কিংবা এয়ার টিকেট-এর পেমেন্ট করা যাবে এখন ঘরে বসেই, উপায় অ্যাপে, bdtickets ও Go Zayaan-এর সাথে!
• যেখানেই, যখনই ঘুরতে যান – উপায় অ্যাপে করা যাবে হোটেল বুকিংও। Go Zayaan-এর মাধ্যেমে বুক করুন পছন্দের যেকোনো হোটেল।
• এখন উপায় অ্যাপ থেকে কিনতে পারবেন গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লি:-এর এক্সক্লুসিভ লাইফ ও হেলথ ইনস্যুরেন্স সুবিধা!
এই সকল সুবিধা উপভোগ করতে নিচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে উপায় অ্যাপ ডাউনলোড করুন।
দেশের সর্বনিম্ন এটিএম ক্যাশ আউট চার্জ নিয়ে এলো উপায়
দেশের ৫০০টি এর বেশি ইউসিবি এটিএম থেকে ক্যাশ আউট করুন হাজারে মাত্র ৮ টাকায়। কোনো শর্ত ছাড়াই।
উপায় অ্যাপ রেজিস্ট্রেশন অফার
উপায় অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করলেই পাচ্ছেন ৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। উপায় অ্যাপ ১ম বার লগ-ইন করলে ২৫ টাকা এবং ৭ দিনের মধ্যে অ্যাপ দিয়ে একবারে ৫০ টাকা বা তার চেয়ে বেশি পরিমান মোবাইল রিচার্জ করলে আরো ২৫ টাকা ক্যাশব্যাক পাবেন।
যেকোনো ব্যাংকের ডেবিট বা ক্রেডিট ভিসা কার্ড থেকে উপায় একাউন্টে টাকা আনুন কোনো চার্জ ছাড়াই
বাংলাদেশের যেকোনো ব্যাংকের ডেবিট বা ক্রেডিট ভিসা কার্ড থেকে উপায় একাউন্টে “অ্যাড মানি” করে আনুন কোনো চার্জ ছাড়াই।
উপায় এর মাধ্যমে ভূমি উন্নয়ন কর তথা জমির খাজনা পরিশোধ করতে পারবেন
উপায় এবং ভূমি মন্ত্রণালয়ের মধ্যে আজ একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে উপায় গ্রাহকগণ ভূমি সংক্রান্ত বিভিন্ন ফি যেমন ই-পরচা (খতিয়ান), ই-মিউটেশন (নামজারী), ভূমি উন্নয়ন কর তথা জমির খাজনা উপায়-এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন। উপায়-এর ব্যবস্থাপনা পরিচালক সাইদুল হক খন্দকার এবং ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) জনাব প্রদীপ কুমার দাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চুক্তিটিতে স্বাক্ষর করেন। ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এই পোস্টে যুক্ত করা সকল অফার উপায় (Upay) এর ওয়েবসাইট এবং ফেসবুক পেজ থেকে সংগ্রহ করা আপনারা নির্দিধায় উপায় মোবাইল ব্যাকিং অফার উপভোগ করতে পারেন।
এই পোস্ট সম্পর্কিত যেকোনো প্রশ্ন অথবা মূল্যবান মতামত কমেন্ট লিখতে পারেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়া আপনাদের যেকোনো জরুরি প্রয়োজনে সরাসরি আমার ফেসবুক পেজে মেসেজ করুন।
উপায় মোবাইল ব্যাকিং অফার (Upay mobile banking offer) এই পোস্টটি আপনার সকল বন্ধুদের সাথে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিন।