উপায় একাউন্ট খোলার নিয়ম ২০২২ ও উপায় মোবাইল ব্যাকিং এর সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই পোস্টে। এছাড়াও উপায় সম্পর্কিত আরও বিভিন্ন বিষয়ে জানতে পারবেন যেমন অরিজিনাল উপায় মোবাইল ব্যাংকিং app ডাউনলোড, উপায় মোবাইল ব্যাকিং কোড, উপায় হেল্পলাইন, উপায় এজেন্ট, Upay অফার প্রভৃতি।
বাংলাদেশের বর্তমানে বেশ কয়েকটি মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে তার মধ্যে ব্রাক ব্যাংক লিমিটেড বাংলাদেশ এর বিকাশ, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর রকেট ,বাংলাদেশ ডাক বিভাগের নগদ।আর বর্তমান সময়ে বাংলাদেশ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (UCB) নতুন একটি মোবাইল ব্যাংকিং চালু করেছে যার নামকরণ করা হয়েছে “উপায়” (upay)।
উপায় একাউন্ট খোলার নিয়ম ২০২২
বর্তমানে উপায় app এর মাধ্যমে উপায় মোবাইল ব্যাকিং একাউন্ট রেজিস্ট্রেশন করলে 50 টাকা বোনাস পাবেন। উপায় একাউন্ট রেজিস্ট্রেশন করতে গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে “উপায়” (upay) মোবাইল অ্যাপ টি ডাউনলোড এবং ইন্সটল করে নিন।
“উপায়” (upay) অ্যাপে ১ম বার অ্যাপ-এ লগ-ইন করলে ২৫ টাকা বোনাস পাবেন। আর আপনি যদি ৭ দিনের মধ্যে অ্যাপ দিয়ে একবারে ৫০ টাকা বা তার চেয়ে বেশি মোবাইল রিচার্জে আরো ২৫ টাকা বোনাস পাবেন।
উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট “উপায়” (upay) অ্যাপে রেজিস্ট্রেশন করতে কি কি প্রয়োজন জেনে নিন
★একটি সচল সিমকার্ড ★ একটি স্মাটফোন ★ভোটার আইডি কার্ড (NID) ★নিজের ছবি অ্যাপে সেলফি তুলতে হবে
এই সহজ কয়েকটি ধাপ অনুসরন করে আপনি উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট “উপায়” (upay) অ্যাপ এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন।
আপনারা যারা “উপায়” (upay) অ্যাপে নিজে নিজে রেজিস্ট্রেশন করতে পারছেন না। তারা আপনার আশেপাশের অভিজ্ঞ কারও সাহায্য নিয়ে উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট রেজিস্ট্রেশন করে ফেলুন। আর আপনাদের যাদের স্মাটফোন নেই তারা একটি সচল সিমসহ মোবাইল ফোন, নিজের ভোটার আইডি কার্ড (NID), এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে নিকটস্থ উপায় এজেন্ট থেকে উপায় একাউন্ট রেজিস্ট্রেশন করে নিন।
একটা NID কার্ড দিয়ে কয়টি উপায় মোবাইল ব্যাকিং একাউন্ট খোলা যায়?
একটা NID কার্ড দিয়ে একটি উপায় পারসোনাল একাউন্ট খুলতে পারবেন। তবে আপনি যদি উপায় এজেন্ট নিতে চান তাহলে আরও একটি এজেন্ট একাউন্ট একই NID কার্ড দিয়ে খোলার সুযোগ পাবেন।
উপায় মোবাইল ব্যাংকিং এর সুবিধা
উপায় অ্যাপ এখন এমবি ছাড়াও চলবে যেকোনো গ্রামীনফোন নম্বর থেকে। তাছাড়া উপায় অ্যাপ দিয়ে রেজিস্ট্রেশন করলে ৫০০ এমবি আর ৫০ টাকা পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড বোনাস পাবেন।
উপায় মোবাইল ব্যাংকিং সার্ভিস দিয়ে গ্রাহকরা বিকাশ,রকেট,নগদ এর মতোই ক্যাশ ইন, ক্যাশ আউট,সেন্ড মানি, মোবাইল রিচার্জ, বিল পরিশোধ করাসহ প্রভৃতি সুবিধা উপভোগ করতে পারবে।
উপায় মোবাইল ব্যাংকিং গ্রহকেরা মোবাইলে টাকা লেনদেন, ইউটিলিটি বিল পেমেন্ট, কেনাকাটার মূল্য পরিশোধ, রেমিট্যান্স গ্রহণ, বেতন প্রদান, এয়ারটাইম ক্রয় করা সুবিধা উপভোগ করতে পারবে।এছাড়াও গ্রাহকরা বেশ কিছু এক্সটা সেবা নিতে করতে পারবেন, যেমন- ইন্ডিয়ান ভিসা ফি, ট্রাফিক ফাইন এবং তিতাস গ্যাসের (প্রি-পেইড) বিল পেমেন্ট ।উপায়-এর গ্রাহকরা দেশজুড়ে এজেন্ট এবং মার্চেন্ট নেটওয়ার্ক হতে এই সেবা উপভোগ করতে পারবে।
উপায় মোবাইল ব্যাংকিং এর এটিএম ক্যাশ আউট সুবিধা
উপায় এর গ্রাহকেরা দেশজুড়ে ৫০০টির বেশি এটিএম থেকে হাজারে মাত্র ৮ টাকায় ক্যাশ আউট করার সুবিধা উপভোগ করতে পারবে।
আমি আশা করি উপায় মোবাইল ব্যাকিং একাউন্ট খোলার নিয়ম ও উপায় সম্পর্কে এই পোস্টে বিস্তারিত সকল তথ্য জানতে পেরেছেন। এই পোস্ট সম্পর্কে আপনাদের যেকোনো মতামত কমেন্ট লিখতে পারেন। আর আমার ফেসবুক পেজ লাইক দিয়ে আমার সাথে থাকুন।