আমে কি এলার্জি আছে


আমে কি এলার্জি আছে এই বিষয় নিয়ে আমাদের এই পোস্ট। আমাদের এই পোস্টে আমি আমে এলার্জি আছে কিনা সেই সম্পর্কে জানানোর চেষ্টা করেছি।

আমে কি এলার্জি আছে

আমি জানার চেষ্টা করে যতদূর জানতে পেরেছি আমে অনেকের এলার্জি হয়। তবে আমে আপনারা এলার্জি আছে কিনা তা জানতে হলে আম আপনার খাওয়া লাগবে। খাওয়ার পর যদি এলার্জির লক্ষণ পাওয়া যায় তবে বুঝতে হবে আমে আপনারা এলার্জি আছে। আর যদি কোনো লক্ষণ দেখা না যায় তাহলে বুঝতে হবে আমে আপনারা এলার্জি নেই। 

আমে কি এলার্জি আছে
ছবি: আম

আরও পড়ুন :

  1. রবি মিনিট চেক কোড 2022 : রবি সিমের মিনিট দেখার কোড ২০২২
  2. রবি ব্যালেন্স চেক কোড ২০২২ : রবি টাকা দেখার কোড ২০২২
  3. রবি এমবি চেক কোড ২০২২ | রবি ইন্টারনেট ব্যালেন্স চেক
  4. রবি সিমের টাকা কাটার সকল সার্ভিস বন্ধ করার কোড ২০২২
  5. রবি এমবি কোড ২০২২ | রবি ইন্টারনেট অফার কোড ২০২২
  6. রবি এসএমএস চেক কোড ২০২২ | রবি এসএমএস দেখার কোড
  7. রবি সিম রিপ্লেসমেন্ট করার নিয়ম | রবি সিম রিপ্লেসমেন্ট কত টাকা 2022
  8. রবি মিনিট অফার ২০২২ | রবি মিনিট কেনার কোড ২০২২
  9. রবি এসএমএস কেনার কোড ২০২২ | রবি এস এম এস অফার ২০২২
  10. রবি সিমের সকল কোড ২০২২ | রবির সকল কোড

আমের উপকারিতা ও অপকারিতা

আমের মৌসুমে বাজারে কাঁচা ও পাকা দুই ধরনের আমেরই কদর থাকে উচ্চে। বিশেষ করে পাকা আমের প্রতি আমাদের প্রায় সবারই কমবেশি দুর্বলতা দেখা যায়। মৌসুমি ফলের মধ্যে আম আমাদের সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। এ সময় প্রতিদিনই আমরা এ সুস্বাদু ফলটি খেতে পছন্দ করি। কিন্তু জানেন কি, অতিমাত্রায় আম খেলে কি হয়? কী ধরনের শারীরিক ক্ষতি হয়? আসুন জেনে নেওয়া যাক পাকা আম বেশি পরিমাণে খেলে কী হয়।

পাকা আমে রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি, থায়ামিন, রিবোফ্লাভিন, ভিটামিন এ বা বিটা ক্যারোটিন। আবার রয়েছে উচ্চমাত্রার চিনি, কার্বোহাইড্রেড ও গ্লাইসেমিক। পাশাপাশি পাকা আমে ফিনোলিকস জাতীয় উপাদান থাকার কারণে এ ফলটি অ্যান্টি-অক্সিডেন্টেরও ভালো উৎস। কিন্তু এক গবেষণায় চিকিৎসকরা জানিয়েছেন, পাকা আম খাওয়া ভালো, তবে পরিমাণে বেশি নয়। নিচে চিকিৎসকদের সে মতগুলো তুলে ধরা হলো।

পাকা আমের উপকারিতা ও অপকারিতা

  • যাদের সুগারের সমস্যা আছে, আম তাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয়। ফলে সুগারও বেড়ে যায়।
  • পাকা আমে চিনির পরিমাণ অত্যধিক থাকে বলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বহুগুণ।
  • পাকা আম অ্যাজমা বাড়িয়ে দেয়।
  • কিডনির রোগীদের সংক্রমণ বাড়িয়ে দেয়।
  • ওজন বেড়ে যায়।
  • রক্তে শর্করার পরিমাণ বাড়ে।
  • আমে বিদ্যমান ফিটোকেমিকেল কম্পাউন্ড তথা গ্যালিক অ্যাসিড, ম্যাঙ্গফেরিন, কোয়ার্নেটিন এবং টেনিন বা কষজাতীয় উপাদান শরীরের ক্ষতি করে।
  • ডায়েরিয়া হওয়ার সম্ভাবনা থাকে।
  • যাদের অ্যালার্জির সমস্যা আছে, তাদের অ্যালার্জির পরিমাণ বাড়িয়ে দেয়।
  • চুলকানির মাত্রা বাড়িয়ে দেয়।
  • পেটে গ্যাসের সৃষ্টি করে।
  • আর্থ্রাইটিস ও সাইনোসাটিসের রোগীদের রোগকে বাড়িয়ে দেয়।
  • হজমে গোলযোগ সৃষ্টি করে।

তথ্য: সংগৃহীত

আমাদের এই পোস্ট সম্পর্কে আপনাদের যেকোনো মতামত কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ফেসবুক  ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকুন।

আমাদের এই পোস্টটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

আমাদের ফেসবুক, টুইটার, গুগল নিউজ এর সাথে যুক্ত থাকুন।

Tags: আমে কি এলার্জি আছে